আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে বুধবার সন্ধে থেকে বৃহস্পতিবার রাত অবধি বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুক্রবার কলকাতা সহ একাধিক জেলায় সকালে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সপ্তাহান্তে ফিরবে শীতের আমেজ, জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বিকেল থেকে বইবে উত্তর–পশ্চিমের বাতাস। ক্রমশ উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে। মেঘ কেটে গেলেই শীতের শুরু হবে বাংলায়। আগামী তিনদিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। শীতের আমেজ ফিরবে কলকাতাতেও। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তর–পশ্চিম ভারতে আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি। সঙ্গে থাকবে কুয়াশা।
হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বিকেল থেকে বইবে উত্তর–পশ্চিমের বাতাস। ক্রমশ উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে। মেঘ কেটে গেলেই শীতের শুরু হবে বাংলায়। আগামী তিনদিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। শীতের আমেজ ফিরবে কলকাতাতেও। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তর–পশ্চিম ভারতে আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি। সঙ্গে থাকবে কুয়াশা।
