রবিবার ২৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
UB | ৩০ ডিসেম্বর ২০২৪ ১৬ : ০৫Uddalak Bhattacharya
আজকাল ওয়েবডেস্ক: ইন্টারনেট মাধ্যম বলছে, ১৯৯৯-এর সময় থেকে হঠাৎই জাপানের তৃণমূল স্তরের অর্থনৈতিক কাঠামোর হঠাৎ বদল হতে শুরু করে। তখন দ্রুত পাল্টাতে শুরু করেছে পৃথিবী। নতুন সহস্রাব্দের আগমনের মুহূর্তে এক নবজীবনের স্বপ্ন দেখছে বিশ্ব। আছে আশঙ্কাও, নতুনের মুখোমুখি কী ভাবে দাঁড়াবে পৃথিবী, চিন্তা তা নিয়েই। কে জানত, তখন এশিয়ার রহস্য, ঐতিহ্য ও ইতিহাস মোড়া দেশ জাপানের আঁতুড়়ে তখনই জন্ম নেবে এই আশ্চর্য অর্থনৈতিক কৌশল, যা ক্রমে ইউরোপ-সহ গোটা বিশ্বের অর্থনৈতিক মানচিত্রকে বিপুল ভাবে প্রভাবিত করবে। কেউ বুঝতেই পারেনি, এর ফলে কতটা পাল্টে যাবে অর্থবিশ্ব।
এদেরকে বলা হল মিসেস ওয়াটনবি! তবে একাধিক সূত্র নিশ্চিত করছে, এই নামটি কোনও একজন মাত্র মহিলার নাম নয়। বলা চলে, এই ধরণের ট্রেডিংয়ে যাঁরা অংশ নিতেন, তাঁদেরই সর্বনামে এটি ব্যবহৃত হত। কাদের জন্য ব্যবহৃত হত, ব্যবহৃত হত তাঁদের জন্য যাঁরা বাড়ির সঞ্চিত সম্পদ বিনিয়োগ করতেন ফোরেক্স ট্রেডিং বা কমোডিটি ট্রেডিংয়ে। তাঁদেরই এই নামে চিহ্নিত করা হত। মাথায় রাখতে হবে, এই মহিলারা বিনিয়োগ বিশেষজ্ঞ বা শেয়ার মার্কেটের ট্রেনিংপ্রাপ্ত মানুষ নন। এঁরা একান্তই গৃহবধূ, সংসার সামলানো যাঁদের সারাদিনের কাজ। কিন্তু সেই সংসারের ভার কাঁধে থাকা সত্ত্বেও কিন্তু তাঁরা সময় বার করে বিনিয়োগের পথে যান। যেখান থেকেই কোটি-কোটি টাকার বাণিজ্য হতে শুরু করে, যা চমকে দেয় বিশ্বের মানুষকে। '৯০-এর দশকে এদিকে যখন আন্তর্জাতিক বাজারে জাপানের ইয়েনের দর পড়ছে, সম্পদে ঘাটতি দেখা দিচ্ছে দেশজুড়ে। সুদের হার কমে এসে দাঁড়িয়ে ০.১ শতাংশে, জাপানের ব্যাঙ্কে জমা টাকা বাজারে আর আসছে না, তখনই এই আপাত অপরিচিত মহিলারা একেবারে নাড়িয়ে দিলেন সকলকে।
এঁরা মূলত ফোরেক্স, অর্থাৎ বিদেশী মূদ্রার সঙ্গে লেনদেনের মাধ্যমে অর্থ উপার্জন করতেন। কী ভাবে কাজটি হত? বিশেষজ্ঞরা বলছেন, জাপানে ব্যাঙ্কে বিপুল পরিমাণ টাকা জমে থাকায় ব্যাঙ্কগুলি প্রায় শূন্য সুদের হারে বিপুল টাকা ধার দিত। এই মহিলারা সেই ব্যাঙ্ক থেকে লোন নিতেন। তারপর সেই পরিমাণ বিদেশী মূদ্রা কিনতেন, যে বিদেশী মুদ্রার উপর সুদের হার অনেকটাই। সেই কারণে, তাঁরা ধার নেওয়া ইয়েনের সম-পরিমাণ কখনও অস্ট্রেলিয়ার ডলার বা কখনও নিউজিল্যান্ডের ডলার কিনে নিতেন। কিন্তু সেই মুদ্রার উপর তো সুদ অনেকটাই বেশি এবং নিশ্চিত। সেই সুদ সমেত তাঁরা টাকা ফেরত পেতেন। ফলে ইয়েনের বিচারে মূল-সহ সূদ মিলিয়ে যে অঙ্কটা অতিরিক্ত থাকত,সেটাই ওই মহিলাদের উপার্জনের অঙ্ক। বাড়িতে বসে, কার্যত কোনও পরিশ্রম না করেই এই পদ্ধতি বিপুল অর্থ উপার্জনের রাস্তা করেন মহিলারা। ২০২০ সালে জাপানের ফোরেক্স বা বিদেশী অর্থ বিনিয়োগের প্রশ্নে গোটা অর্থনীতির ২০ শতাংশ জুড়েই এই আধুনিক সুদের কারবার স্থান করে নেয়। সে যাত্রায় জাপানকে বাঁচিয়ে দেয়।
এক কথাই এই অভ্যাস আসলে দু-রকম ভাবে সমাজের চিত্রকে পাল্টে দিতে শুরু করে। প্রথমত জাপানের সমাজে মহিলাদের একটা গুরুত্ব আগাগোড়াই ছিল, কিন্তু এই অর্থনৈতিক স্বাধীনতার ফলে ক্রমে মহিলাদের গুরুত্ব বাড়তে থাকে। আর তাতেই সমাজের কাঠামো বদলাতে শুরু করে। এ-ছাড়াও রিটেল অর্থাৎ খুচরো বাজারে, কমোডিটির বাজারে বিনিয়োগের ফলে খুচরো বাণিজ্যের বাজারেও ব্যপক প্রভাব ফেলে। ২০২১ সাল পর্যন্ত এই বিদেশী মুদ্রায় বিনিয়োগ ও রিটেল বিনিয়োগের এই বাণিজ্য সমান তালে জাপানের অর্থনীতিতে বড় ভূমিকা নিয়েছে। কিন্তু শেষ তিন বছরে ক্রমে সেই বাণিজ্যে একটু-একটু করে ভাঁটা পড়তে শুরু করেছে। ২০০০ সালে যে গৃহবধুরা এই বাণিজ্য করতে শুরু করেছিলেন, তাঁদের বেশিরভাগের বয়স ৫০ পেরিয়ে গিয়েছে, ধীরে ধীরে তাঁরা এগিয়ে যাচ্ছেন অবসরের দিকে। ফলে, এই ট্রেডিংয়ের ভবিষ্যৎ কী, তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
নানান খবর

নানান খবর

বাড়ির বাগান থেকেই উদ্ধার জুরাসিক যুগের ফসিল, তারপর...

বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি ভিসা ছাড়াই ভ্রমণ করেছিলেন ৫০-টির বেশি দেশ, চিনে নিন তাঁকে

আসছে নতুন ভাইরাস-মানবজন্ম হবে ক্ষণস্থায়ী, চরম সতর্কবার্তা দিলেন বাবা ভাঙ্গা

এই নিয়ম মানো..নাহলে চাকরি ছাড়ো, কড়া বার্তা দিলেন সুন্দর পিচাই

মহা ফাঁপড়ে ইসলামাবাদ, ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণায় পাকিস্তানে ওষুধ সঙ্কটের আশঙ্কা, তড়িঘড়ি বৈঠকে প্রশাসন

একমাসে ৮টি খুন, অধিকাংশই মহিলা, শহরে কি নতুন সিরিয়াল কিলার! ভয়ে কাঁপছেন সকলে

ইরানের বান্দার আব্বাসে বিশাল বিস্ফোরণ, আহত অন্তত ৫১৬ জন

বিশ্বজুড়ে শোকের ছায়া: পোপ ফ্রান্সিসের শেষ বিদায়

পহেলগাঁও নিয়ে কড়া বার্তা দিল রাষ্ট্রসংঘ, ভারতের পাশে থাকার আশ্বাস

এখন পাক প্রধানমন্ত্রী বলছেন 'শান্তি চাই', কীসের ভয়ে সুর নরম করছে পাকিস্তান?

রয়েছে সামরিক বাহিনী, তবে এই দেশের একজন সেনাও যুদ্ধে কখনও শহিদ হননি! জানেন কোন দেশ?

বিশ্বের দীর্ঘতম রাস্তা ১০০ বছর পুরনো, ১৪টি দেশের উপর দিয়ে গিয়েছে, পার হতে সময় লাগবে দুই মাস

জলের আবির্ভাব কীভাবে বদলে দিল পৃথিবীর পরিবেশ, নতুন তথ্য বিজ্ঞানীদের হাতে

'৩০ বছর ধরে আমেরিকার জন্য নোংরা কাজ করছি', বিস্ফোরক স্বীকারোক্তি পাক প্রতিরক্ষা মন্ত্রীর

সর্বনাশ হল পাকিস্তানের, বন্ধ হয়ে গেল পাক শেয়ার বাজারের পোর্টাল