আজকাল ওয়েবডেস্ক: গবেষণার মাধ্যমে হোমিওপ্যাথিতে চিকিৎসা আরও এগিয়ে নিয়ে যেতে এবার সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের সঙ্গে মউ সাক্ষর করল হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল। গত সোমবার ৪ ডিসেম্বর দুই তরফের মধ্যে এই চুক্তি সাক্ষরিত হয়েছে। উল্লেখ্য, এই প্রথম রাজ্যের কোনও সরকারি হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ এবিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে গাঁটছড়া বাঁধল। চুক্তির উদ্দেশ্য সম্পর্কে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মাধবানন্দ সাহা বলেন, "এই মউয়ের মাধ্যমে আমাদের কলেজ এবং সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজ একসঙ্গে হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণামূলক কাজ করবে। চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা হোমিওপ্যাথি চিকিৎসার মূল তত্ত্বের ওপর ভিত্তি করে রোগ সম্পর্কে গবেষণা করতে উৎসাহিত হবেন এবং সেইসঙ্গে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক পত্রিকায় তাঁদের গবেষণাধর্মী রচনা প্রকাশ করতে পারবেন।"
অন্যদিকে সেন্ট পলস ক্যাথিড্রাল মিশনের অধ্যক্ষ দেবাশিস মন্ডল বলেন, "আমাদের সকলকে চেষ্টা করতে হবে যাতে এই চুক্তির মধ্য দিয়ে আমরা গবেষণার ক্ষেত্রে কিছু মূল্যবান ও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারি।" ছিলেন দুই কলেজের অন্যান্য অধ্যাপক ও কলেজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।