আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস। মঙ্গলবার সকালে এসএসকেএম হাসপাতালে মারা যান বাম সরকারের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নারায়ণ। বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। প্রসঙ্গত, কৃষক আন্দোলনের মধ্যে দিয়েই উত্থান নারায়ণের। সত্তরের দশকের গোড়ায় সিপিএমের দলীয় সদস্যপদ পান। ১৯৯৩–১৯৯৮ পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের জেলা সভাধিপতি ছিলেন। তারপর বিধায়ক হন। ২০০১–২০১১ বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। বর্তমানে তিনি ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য।
সিপিএম সূত্রে খবর, এসএসকেএম থেকে মঙ্গলবার দুপুরে প্রয়াত নেতার দেহ আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য দপ্তরে নিয়ে যাওয়া হবে। তারপর সড়কপথে দেহ নিয়ে যাওয়া হবে বালুরঘাটে। বুধবার সিপিএমের জেলা দপ্তর ও গঙ্গারামপুরের দলীয় কার্যালয় হয়ে সকাল ১১টায় মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হবে। সেখানে দেহ দান করা হবে প্রাক্তন মন্ত্রীর।
সিপিএম সূত্রে খবর, এসএসকেএম থেকে মঙ্গলবার দুপুরে প্রয়াত নেতার দেহ আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য দপ্তরে নিয়ে যাওয়া হবে। তারপর সড়কপথে দেহ নিয়ে যাওয়া হবে বালুরঘাটে। বুধবার সিপিএমের জেলা দপ্তর ও গঙ্গারামপুরের দলীয় কার্যালয় হয়ে সকাল ১১টায় মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হবে। সেখানে দেহ দান করা হবে প্রাক্তন মন্ত্রীর।
