আজকাল ওয়েবডেস্ক: বাংলায় বদলাচ্ছে আবহাওয়া। গুটি গুটি পায়ে আসছে শীত। এখনও হাড় কাঁপানি ঠান্ডা পড়েনি বটে, তবে বাতাসে রয়েছে হালকা ঠান্ডার আমেজ। ঠোঁট শুকিয়ে যাওয়া, চামড়া কুঁচকে যাওয়া, ত্বকের খসখসে ভাব- মোটামুটি শীতের সব লক্ষণই জানান দিচ্ছে জাঁকিয়ে ঠান্ডা পড়তে আর বেশি দেরি নেই। আসলে আবহাওয়া পরিবর্তনের প্রভাব যে সবচেয়ে ভাল বোঝা যায় ত্বকে। তাহলে শীতকালে কীভাবে ত্বকের যত্ন নেবেন? জেনে নেওয়া যাক-

জাঁকিয়ে শীত পড়ার আগে থেকেই ত্বক শুকিয়ে যেতে শুরু করে। তাই ত্বককে কোমল রাখতে ময়শ্চারাইজার লাগানো জরুরি। সকাল বিকেল যখনই ত্বক পরিষ্কার করবেন তখনই অবশ্যই ময়শ্চারাইজার লাগান। ত্বকের উপযোগী কোনও তেলও ব্যবহার করতে পারেন।

শীতকালে রোদের তাপ কম থাকে বটে। তবে মিঠে রোদ লাগাতে গিয়ে সানস্ক্রিন লাগাতে ভুললে চলবে না। নচেৎ সূর্যের ক্ষতিকারক রশ্মি ত্বকের উপর প্রভাব ফেলতে পারবে না।

শীত পড়তে শুরু করলে অনেকেই গরম জলে স্নান করেন। তবে অতিরিক্ত ফুটন্ত জল ত্বকের ক্ষতি করে। সেক্ষেত্রে ঠান্ডা ও গরম জল মিশিয়ে স্নান করা উচিত।

ত্বকের মরা কোশ জেল্লা ছিনিয়ে নেয়। তাই নিয়ম করে এক্সফোলিয়েশন জরুরি। এতে মৃত কোষগুলি ত্বক থেকে দূর হয়ে জেল্লা ফিরবে। এক্ষেত্রে অ্যালোভেরা আর কফির মাস্ক ব্যবহার করতে পারেন।

শীত পড়া মানেই জল খাওয়া কমে যাওয়া। কিন্তু শীতে জল খাওয়ার পরিমাণও কমিয়ে দিলে তা ত্বকের উপর প্রভাব ফেলবে। শরীরের জলের পরিমাণ পর্যাপ্ত থাকলে রক্তচলাচলও সচল থাকবে। বজায় থাকবে ত্বকের জেল্লাও।

ত্বকের পাশাপাশি ঠোঁটের যত্নেও নজর দিতে হবে। লিপস্টিক ছাড়াও মাঝেমাঝে লিপ বাম ব্যবহার করুন। লিপ বাম ঠোঁট মসৃণ, নরম এবং কোমল রাখে। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতেও লিপ বাম সমান উপকারী।