
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্কঃ শীত পড়ার সঙ্গে সঙ্গেই টান ধরছে ত্বকে। যার জেরে কি আপনার গোড়ালি ফেটে বিচ্ছিরি হতে শুরু করেছে? তার মানে আপনি পায়ের যত্ন নিচ্ছেন না। যেভাবে মুখের বা চুলের যত্ন নেন শীতকালে তার চেয়েও বেশি যত্ন নেওয়া উচিত পায়ের। কারণ, আপনার পা কিন্তু ধুলোবালির সংস্পর্শে বেশি আসে। তবে এখনও খুব দেরি হয়নি, আজ থেকেই যদি আপনি প্রচেষ্টা শুরু করেন, তা হলে তীব্র শীতেও পা থাকবে মখমলি কোমল। জেনে নিন কীভাবে কোমল করবেন পায়ের ত্বককে।
প্রথমে পায়ের পাতাকে পরিষ্কার করে নেওয়া জরুরী। একটি লেবুর অর্ধেক অংশে একটি ছোট পাতার শ্যাম্পু কেটে দিয়ে দিন। ভাল করে পায়ের পাতার সব জায়গায় রগড়ে নিন। ঈষৎ উষ্ণ গরম জলে পা ডুবিয়ে রাখুন পাঁচ মিনিট। পা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে শুকনো করে মুছে নিন। পায়ের পাতা টিস্যু দিয়ে মুছে নিন। একটি কাচের বাটিতে এক চামচ করে ভেসলিন ও বেকিং সোডা দিন। একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে দিন। এক চামচ নারকেল তেল দিন। ৪-৫টি মোমবাতি ভেঙে টুকরো করে দিয়ে দিন। একটি পাত্রে জল দিয়ে গরম হতে দিন। তার উপর সমস্ত উপকরণগুলো দিয়ে রাখা বাটিটি বসিয়ে রাখুন। জল ফুটতে শুরু করলে বাটির উপকরণগুলোও গলে মিশে যেতে থাকবে। চামচে করে নেড়ে দিন। মোমের সুতো তুলে ফেলে দিন। গরম ও গলে যাওয়া অবস্থায় একটি ব্রাশে করে পায়ের পাতায় লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে একটি চামচ করে তুলে দিন মোমের মিশ্রণ। বাচ্চাদের মতো পায়ের পাতা তুলতুলে নরম হয়ে যাবে।
নারকেল তেল আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।শুষ্ক ত্বকে আর্দ্রতার জোগান দেয়। এছাড়া আপনার ত্বকের মৃত কোষ সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে।এছাড়াও আপনার ত্বকের ভিতরে গিয়ে পুষ্টির জোগান দেয়। শীতকালে ত্বকের যত্নে প্রেটলিয়াম জেলি অনবদ্য কাজ করে। প্রতিদিন গোড়ালিতে প্রেটলিয়াম জেলি দিলে পা ফাটার সমস্যা দূর হয়। প্রেটোলিয়াম জেলির মতো অনুরূপভাবে নারকেল তেল দিয়ে রাতে হালকা করে মালিশ করুন,এই পদ্ধতি আপনি বেশ কয়েকদিন মেনে চললে গোড়ালি ফাটার থেকে অনেকটাই স্বস্তি পাবেন,আর অবশ্যই পা চকচকেও হবে। তাই নারকেল তেলের ব্যবহার গোড়ালি ফাটার সমস্যায় গুরুত্বপূর্ণ সমাধান।
তাছাড়া যাদের পা ফাটার সমস্যা খুব বেশি ভোগায়, তাদের রাস্তায় বের হওয়া মানেই মোজার সঙ্গে পা ঢাকা জুতো পরুন। বিশেষ করে গোড়ালি ঢাকা জুতো।
বাড়িতে বানানো স্যান্ডউইচ দোকানের মতো হয় না? শুধু ৫ টিপস মানলেই পাবেন 'পারফেক্ট' স্যান্ডউইচের স্বাদ
৮৯ তে সুইমিং পুলে ব্যায়াম করেন ধর্মেন্দ্র! জানেন জলক্রিয়া বয়স্কদের জন্য কতটা উপকারী?
রোজ খালি পেটে এই একটি ‘সুপারফুড’ খান, ছুঁতেও পারবে না হৃদরোগ, মজবুত হবে হাড়
বাজার থেকে কেনা পনির ভেজাল নয় তো! কীভাবে আসল-নকল বুঝবেন? সহজ উপায়ে যাচাই করে নিন
অবসরে ধনকুবের ওয়ারেন বাফেট, ধনী হতে চাইলে অবশ্যই জানতে হবে তাঁর ৫টি উক্তি
ছোটবেলা থেকেই সন্তানকে কীভাবে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে শেখাবেন? রইল সহজ উপায়ের হদিশ
মুখে ফুটে ওঠে কিডনি বিকল হওয়ার ৫ লক্ষণ! কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?
বিদেশিরা ‘আইস অ্যাপল’ বলতে পাগল, অথচ বাঙালিরাই কদর করে না বাংলার এই ফলের! জানেন কতো গুণ?
কয়েকদিনেই ঘন-কালো-লম্বা চুল! সোনাক্ষীর পরামর্শে সহজে বানিয়ে ফেলুন ‘হেয়ার গ্রোথ’ স্প্রে, কীভাবে ব্যবহার করলে পাবেন সুফল?
দিনরাত কম্পিউটার-মোবাইলে চোখ? এই ৫ নিয়ম না মানলে অল্প বয়সেই বিপদ বাড়বে চোখের
বাড়িতে ঝগড়া, অশান্তি? এই একটি জিনিস জুতোর কাছে রাখলেই যাবতীয় ‘নেগেটিভ এনার্জি’ দূর হবে, ফিরবে শান্তি
রোজ রোজ পুষ্টিকর স্যান্ডউইচ খেতে চাইবে সন্তান, শুধু পাউরুটিতে মাখিয়ে দিন পুদিনা-পনিরের ডিপ
বয়স বাড়ছে, দাড়ি বাড়ছে না? পাঁচটি ঘরোয়া টোটকার পঞ্চবাণ প্রয়োগ করুন, ঘন কালো কেশে ঢাকবে গাল
আলু-গাজর দিয়েই তৈরি হবে জেল্লা বাড়ানোর ক্রিম! শিখে নিন প্রস্তুতপ্রণালী, আর বাজার থেকে কিনতে হবে না
নারকেল তেলে মিশিয়ে নিন ঘরোয়া তিনটি উপাদান, তাতেই তৈরি হয়ে যাবে ‘বয়স কমানো’র ফেস প্যাক