সংবাদসংস্থা মুম্বই: দাপটের‌ সঙ্গে বলিউডে কাজ করছেন বঙ্গতনয়া সায়নী গুপ্ত। ছবির পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্মে তিনি পরিচিত মুখ। সাহসী দৃশ্যে সায়নীকে দর্শক দেখলেও কতটা সাবলীল এই দৃশ্যের শুটিং? মুখ খুললেন অভিনেত্রী।

 

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে  সায়নী বলেন, 'আমি অন্তরঙ্গতা নিয়ে একটা বই লিখতে পারি। সাবলীলভাবে অভিনয় করলেও যে বিষয়টা কিছুক্ষেত্রে খুব কঠিন হয়ে যায় তা অনেকেই বোঝেন না। ২০১৩ সালে মার্গারিটা উইথ আ স্ট্র-এমন একজনের সঙ্গে কাজ করেছিলাম। ঘনিষ্ঠ দৃশ্যগুলি করা সবচেয়ে সহজ কারণ এটা পুরোটাই প্রযুক্তিগতভাবে করা হয়। তবে এটা বলার পরেও অনেক লোক সুবিধা নেয়। আমি নিজেও এমন পরিস্থিতিতেও পড়েছি যেখানে পরিচালক কাট বলার পরেও এক অভিনেতা কিছুই চুমু খাওয়া থেকে নিজেকে বিরত করছিলেন না। অগত্যা বিরক্ত হয়ে দূরে সরিয়ে দিতে বাধ্য হই। অনেক সময় ছোট ছোট ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে অশালীন আচরণের মুখোমুখি হতে হয়।' যদিও ওই অভিনেতার নাম প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।

 

সায়নী জানান, গোয়ার সমুদ্রতটে ওয়েব সিরিজ 'ফোর মোর শটস'-এর শুটিং চলছে সেই সময়ে। সায়নীকে একটি ছোট পোশাক পরতে বলা হয় ৭০ জন পুরুষের সামনে। সেখানেই ওই পোশাকে তুলে ধরতে হবে তাঁর যৌন আবেদন। শুটিং মোটেও সহজ ছিল না অভিনেত্রীর কাছে। তাঁর কথায়, "আমার নিজেকে দুর্বল লাগছিল এবং অস্বস্তি হচ্ছিল। কারণ আমার সামনে দাঁড়িয়ে ছিলেন ৭০ জন পুরুষ। আমার পাশে তেমন কেউ ছিলেন না। কলাকুশলীও তেমন ছিলেন না। আমার মনে হচ্ছিল, যদি কেউ একজন শাল নিয়ে এসে আমায় ঢেকে দিত, খুব ভাল হত।"