শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | শরীরের বিষ আছে কিনা পরীক্ষা করাতে হাসপাতালে অর্জুন, পাগল হয়ে গিয়েছেন, কটাক্ষ তৃণমূলের

Sumit | ১৬ নভেম্বর ২০২৪ ১৪ : ০৬Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক:  জেরার সময় সিআইডি রাশিয়ান কেমিক্যাল তাঁর শরীরে প্রয়োগ করেছে কিনা, তা পরীক্ষার জন্য শনিবার বিজেপি নেতা অর্জুন সিং কলকাতার এক হাসপাতালে গেলেন! বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শারীরিক চিকিৎসা করাবেন বলে অর্জুন জানিয়েছেন। যদি কোনও বিষ তাঁর শরীরে প্রয়োগ হয়ে থাকে, তাহলে তিনি আদালতের দারস্থ হবেন বলে জানিয়েছেন। অর্জুনের উদ্বেগকে পাগলামি বলে কটাক্ষ করেছে তৃণমূল। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, 'ওঁর মাথার ঠিক নেই। পাগল হয়ে গিয়েছেন। ওঁর সুস্থতা কামনা করি।'

 

সম্প্রতি প্রাক্তন বিজেপি সাংসদ অভিযোগ তুলেছেন, তাঁর উপর রাশিয়ান বিষ প্রয়োগ করা হতে পারে । শনিবার সকালে তাই স্বাস্থ্যপরীক্ষা করাতে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালের দিকে রওনা দিয়েছেন। হাসপাতালে যাওয়ার পথে অর্জুন বলেন, ‘রাজ্য পুলিশকে আমি বিশ্বাস করি না। তাই, আজ পরীক্ষা করিয়ে নিতে চাই। শরীরে কী আছে না আছে তা জানতে চাই। রাসায়নিক বিষ এমন একটা জিনিস, সঙ্গে সঙ্গে বোঝা যায় না। তবে শরীরের মধ্যে কিছু হচ্ছে কি না, সেটা দেখে নিতে চাই।’

 

সম্প্রতি টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুনকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। অর্জুন বৃহস্পতিবার হাজিরা দেন। শুক্রবার আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি জানান, হাজিরা দিলেও সিআইডি দপ্তরের কিছু তিনি মুখে দেননি। চা-কফি তো দূরের কথা, জলও স্পর্শ করেননি। তিনি আশঙ্কা করেন, পানীয়ের মধ্যে বাইরে থেকে রাশিয়ান বিষ বা অন্য কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়া থাকতে পারে।

 

প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত অর্জুন তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপরই ওই পুরসভার সাড়ে চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি নিয়ে সিআইডি তদন্ত শুরু করেছিল। ২০২১ সালেও অর্জুনকে তলব করা হয়েছিল। ওই মামলার তদন্তে গত বৃহস্পতিবারও অর্জুনকে সিআইডি তলব করেছিল। সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন এই প্রাক্তন সাংসদ। 

 

অর্জুনের অভিযোগ নিয়ে কটাক্ষ করেছে শাসক শিবির। জগদ্দলের বিধায়ক তথা তৃণমূল নেতা সোমনাথ শ্যাম বলেন, 'অর্জুন সিং আসলে পাগল হয়ে গিয়েছেন। তাই, সর্বত্র ভূত দেখছেন। রাশিয়ায় ওরকম কোনও রাসায়নিক আছে কিনা আমার জানা নেই। আসলে উনি কিডনির অসুখে ভুগছেন। আমি ওঁর সুস্থতা কামনা করি। ওঁর পরিবারকে বলছি, চিকিৎসার জন্য কোনও সাহায্যের প্রয়োজন হলে আমি অবশ্যই তা করব।'


tmcbjparjun singh

নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া