আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মা, বিরাট কোহলির উদ্দেশে বিশেষ বার্তা ব্রেট লির। প্রাক্তন অজি পেসার মনে করেন, কয়েকদিনের জন্য ক্রিকেট থেকে দূরে সরে যাওয়া উচিত দুই তারকা ক্রিকেটারের। এটাই প্রত্যাবর্তনের সবচেয়ে আদর্শ উপায়। নিজের ইউ টিউব চ্যানেলে এমনই জানান লি। একটানা রান না পাওয়ায় বিরাট এবং রোহিতের ওপর পাহাড়প্রমাণ চাপ থাকবে। তাই ক'দিন ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়ে, নতুন করেন টেকনিকে ফোকাস করা উচিত। ব্রেট লি বলেন, 'একটানা রান না পেলে, চাপ বাড়তে থাকে। আমার মনে হয় ওদের আবার শুরুতে ফিরে যাওয়া উচিত। এটাই সঠিক পদক্ষেপ হবে। নিজেদের টেকনিকের ওপর কাজ করতে হবে। ক্রিকেট থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে হবে। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে তরতাজা হয়ে নামতে হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, নতুন বলে অস্ট্রেলিয়ার জোরে বোলাররা রোহিতকে আক্রমণ করবে।'
চলতি বছর ফর্মের ধারেকাছে নেই দুই তারকা। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর রোহিত এবং কোহলির দিকে আঙুল উঠতে শুরু করেছে। চলতি বছর ১১ ম্যাচে ৫৮৮ রান করেন রোহিত। গড় ২৯.৪০। তাতে রয়েছে দুটো শতরান এবং দুটো অর্ধশতরান। অন্যদিকে ছয় ম্যাচে ২৫০ রান বিরাটের। গড় ২২.৭২। তারমধ্যে রয়েছে একটা মাত্র অর্ধশতরান। রোহিত এবং বিরাটের ছন্দপতন নিয়ে অধিকাংশ চিন্তিত থাকলেও, অস্ট্রেলিয়ায় দুই মহাতারকার ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী মাইকেল হাসি। তিনি জানান, 'প্রথম টেস্টের পর বোঝা যাবে ভারতীয় দল কোথায় দাঁড়িয়ে আছে। ভারতীয় দলে কোয়ালিটি প্লেয়ার আছে। চ্যাম্পিয়নদের কখনও উড়িয়ে দেওয়া যায় না। এটা বোকামি। আমার ধারণা দু'জনেই অস্ট্রেলিয়ায় রান পাবে।' ইতিমধ্যেই ক্যাঙ্গারুদের দেশে পৌঁছে গিয়েছেন কোহলি। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। দলের সঙ্গে যাননি রোহিত শর্মা। পারথ টেস্টে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। যদিও এখনও আশা ছাড়ছেন না গম্ভীর।
