আজকাল ওয়েবডেস্ক: শুধুমাত্র গাছের প্রতি ভালবাসা থেকেই বছরে কোটি কোটি টাকা আয় করছেন ৪৪ বছর বয়সি এক যুবতী। গাছ ভালবেসে বাগানের বিশেষ যত্ন নেন। গাছ দিয়ে সাজিয়ে তোলেন ঘর। সেই ভালবাসা থেকেই গাছ বিক্রির ব্যবসা শুরু করেন তিনি। মাত্র কয়েক মাসের মধ্যে ব্যবসায় বিপুল লাভের মুখ দেখেন। বছরে এখন কোটি কোটি টাকা উপার্জন করছেন তিনি। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, লিনা প্যাটিগ্রিউ মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তথ্যপ্রযুক্তি কর্মী হিসেবে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। গাছের ব্যবসায় সপ্তাহে মাত্র ২০ ঘণ্টা সময় ব্যয় করেন। এই ব্যবসায় বছরে বর্তমানে ১কোটি ২৫ লক্ষ টাকা উপার্জন করছেন তিনি। 

 

লিনা জানিয়েছেন, কয়েক বছর আগেও গাছের যত্ন কীভাবে নিতে হয়, তা জানতেন না তিনি। গাছের প্রতি ভালবাসা জন্মায় মাত্র দুই বছর আগে। ২২ বছর আগে হস্টনে বাগান করেন। বিষয়টি শুধুমাত্র আর বাগানে আটকে থাকেনি। বিভিন্ন ধরনের ইন্ডোর প্ল্যান্টস দিয়ে ঘর সাজিয়ে তুলতেন। সেই ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেন। গাছের পরিমাণ ক্রমেই বাড়তে থাকে। এরপরই সেগুলো বিক্রি করার পরিকল্পনা করেন লিনা। 

 

২০২২ সালে পাম স্ট্রিটে প্রথমবার ইন্ডোর প্ল্যান্টস বিক্রি করতে শুরু করেন লিনা। ২০২৪ সালে জুলাই মাসের মধ্যে প্রতি মাসে গাছ বিক্রি করে ১০ লক্ষ টাকা আয় করেন তিনি। লিনা জানিয়েছেন, আড়াই হাজার টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের গাছ তিনি বিক্রি করেন। অনলাইনেও বিক্রি হয় তাঁর বাগানের গাছ। ব্যবসা করলেও চাকরি ছাড়েননি। বর্তমানে তাঁর ব্যবসায় আরও ছ'জন কর্মী নিযুক্ত আছেন।