রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ নভেম্বর ২০২৪ ১৩ : ৪৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভিনরাজ্যে মানবপাচার চক্রে বিপুল টাকা লেনদেন হয়েছে। ওই আর্থিক লেনদেনের তদন্তে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর তিন জায়গায় একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি অভিযান শুরু করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত ঘিরে ফের সীমান্ত শহরে কৌতুহল ছড়িয়ে পড়েছে।
এদিন সকালে ইডির তিন তদন্তকারী দল একসঙ্গে বনগাঁ শহরে ঢোকে। তারপর তারা শহরের তিন প্রান্তে ছড়িয়ে পড়ে। তদন্তকারীদের প্রথম দলটি বনগাঁর ভাসানপোঁতার বাসিন্দা জামালউদ্দিন শেখের বাড়িতে প্রবেশ করে। অন্য একটি দল তখন পেট্রাপোলের বাসিন্দা ইয়াকুব শেখের বাড়িতে তল্লাশি শুরু করে। ইয়াকুব পেট্রাপোল সীমান্তে বিদেশি মুদ্রা বিনিময়ের দোকান চালান। বনগাঁর পূর্বপাড়ার বাসিন্দা ট্যাক্সিচালক পিন্টু হালদারের বাড়িতেও ইডির আরও একটি তদন্তকারী দল তল্লাশি শুরু করেছে।
তিন প্রান্তে তিন ব্যক্তির বাড়ির ভিতরে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, বাইরে তাঁদের নিরাপত্তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। ওই তিন বাড়ির ভিতর থেকে কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। বাইরের কাউকে ভিতরেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে কোন ঘটনার তদন্তে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, ইডি আধিকারিকরা তা অবশ্য এখনও জানাননি। সূত্রের খবর, ঝাড়খণ্ডে মানবপাচার সংক্রান্ত একটি মামলার বিপুল আর্থিক লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। ওই চক্রে বনগাঁর নাম উঠে এসেছে। আদালতের নির্দেশে ওই মামলার তদন্তভার ইডির ওপর পড়েছে। জানা গিয়েছে, তারই সূত্র ধরে এদিন সকালে ইডির তিনটি দল বনগাঁর তিন জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলার তদন্তে ইডি বনগাঁয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল। তখন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছিল। যদিও আদালতের নির্দেশে শঙ্কর পরে জামিন পেয়েছেন।
নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা