আজকাল ওয়েবডেস্ক: বিবাহকে প্রায়শই ভালবাসা, বিশ্বাস এবং বোঝাপড়ার উপর নির্মিত একটি বন্ধন হিসেবে দেখা হয়। কিন্তু কখনও কখনও, সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় না এবং অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে সেই বিশ্বাসের বন্ধনকে অনেক কঠিন পরীক্ষা দিতে হয় এবং দুই পরিবারের পরিজনদের হতবাক করে দেয়।

নমন জৈন স্লিউথস ইন্ডিয়া নামক একটি বেসরকারি গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠাতা। সম্প্রতি তিনি একটি সম্পর্কের টানাপড়েনের গল্প একটি পডকাস্টে তুলে ধরেছেন। নমন হাজার হাজার মামলা সমাধান করেছেন। তিনি পডকাস্টে একটি অস্বাভাবিক পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। যা শুরু হয়েছিল স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ দিয়ে। শীঘ্রই তদন্ত এমন একটি দিকে মোড় নেয়, যা সিনেমোকেও হার মানায়।

নমন জানিয়েছেন, দম্পতিটি উচ্চবিত্ত ছিল। মহিলাটি মুম্বইয়ের বাসিন্দা, ব্যক্তিটি গ্রামের বাসিন্দা। কিন্তু সেখানকার সবচেয়ে বিত্তশালী। নমন জানিয়েছেন, ওই ব্যক্তি গ্রামে বড় হলেও, তিনি বিদেশে পড়াশোনা করেছেন। কিন্তু বিয়ের দু’মাস পরেই মহিলাটি তাঁর বাপের বাড়িতে ফিরে আসেন। এরপর দু’জনের কথা বলা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। নমন জানিয়েছেন, এই দাম্পত্য কলহের কারণ কেউ বুঝতে পারছিলেন না। দম্পতি এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিল। কিন্তু রহস্য ক্রমে দানা বাঁধছিল।

আরও পড়ুন: একটানা হেঁচকি উঠেই চলেছে? নুন-চিনি-লেবু দিয়েই সারিয়ে নিন নিমেষে, কী ভাবে জানুন

উদ্বিগ্ন হয়ে মহিলার বাবা-মা স্লিউথস ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করেন। তারা নমনকে অনুরোধ করেন, “আপনি দয়া করে তদন্ত করে আমাদের বলুন তাদের মধ্যে সমস্যা কী।”

নমন এবং তাঁর দল ব্যক্তিটিকে খুব কাছ থেকে অনুসরণ করা শুরু করে। নমন বলেন, “আমরা লক্ষ্য করেছি যে ওই ব্যক্তি অফিসে যান এবং তারপর সোজা বাড়িতে ফিরে আসেন। তাঁর জীবনে অতিরিক্ত কিছুই ছিল না।” এমনকি তাঁর কর্মচারী এবং ড্রাইভারও এই রুটিন নিশ্চিত করেছেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Buzz Behindmic (@buzzbehindmic_01)