রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৯ নভেম্বর ২০২৪ ১৭ : ৪৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দলীয় তদন্ত কমিটির মুখোমুখি হলেন প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর দপ্তরে সিপিএমের ইন্টারন্যাল কমপ্লেইন কমিটি বা আইসিসি'র মুখোমুখি হন তন্ময়। তাঁর সঙ্গে এবিষয়ে কথা বলেন আইসিসি'র চেয়ারম্যান এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর এবং অপর দুই সদস্য শ্যামলী প্রধান এবং সুমিত দে। প্রসঙ্গত, অঞ্জু কর সিপিএমের কেন্দ্রীয় কমিটির এবং অপর দু'জন দলের রাজ্য কমিটির সদস্য।
এর আগে তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি কর্তব্যরত এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করেছেন। ফেসবুকে ওই সাংবাদিক গোটা বিষয়টি জানান। তন্ময়ের বিরুদ্ধে স্থানীয় বরানগর থানায় অভিযোগও দায়ের হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তন্ময়। মুখোমুখি হয়েছেন পুলিশেরও। কিন্তু ঘটনার পরে পরেই সিপিএম তাঁকে সাসপেন্ড করে। সাংবাদিক সম্মেলন করে তন্ময়ের সাসপেনশন-এর বিষয়টি দলের তরফে জানিয়ে দেওয়া হয়।
পরবর্তী সময়ে দলের নিয়ম অনুযায়ী ঘটনার তদন্ত শুরু করে আইসিসি। দলের একটি সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার প্রায় দু'ঘণ্টার কাছাকাছি সময় ধরে তন্ময়ের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি। গোটা ঘটনাটি জানতে চায়। জানতে চায় অভিযোগকারীকে তন্ময় নিজে কতদিন ধরে চেনেন। কমিটির সামনে তন্ময় তাঁর নিজের বক্তব্য পেশ করেন।
এই ঘটনা সামনে আসার পর তৃণমূল নেতৃত্ব তন্ময়ের সমালোচনায় মুখর হয়েছিলেন। তৃণমূলের প্রাক্তন সাংসদ ও নেতা কুণাল ঘোষ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দাবি করেন, তদন্ত হোক। সত্য হলে সিপিএমের তন্ময় ভট্টাচার্যকে ওই মহিলা সাংবাদিকের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করুক পুলিশ।
নানান খবর

নানান খবর

জিনগত কারণেই অ্যাজমা রোগের শিকার শিশুরা নাকি রয়েছে বড় কোন কারণ? কীভাবে নিরাময় সম্ভব, জানুন বিশেষজ্ঞদের মত

আইএসসি-তে শীর্ষ স্থান অধিকার করল কলকাতার মেয়ে সৃজনী, কিন্তু তার নেই কোনও পদবি, কেন?

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪