আজকাল ওয়েবডেস্ক: উস্তির দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনার ছিলেন পৃথ্বীরাজ নস্কর (৩৩)। তাঁর বাড়ি উস্তি থানার আটপাড়া এলাকায়। গত তিন–চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পৃথ্বীরাজের পরিবার ৭ তারিখ সন্ধেয় উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করে।
তদন্তে নেমে পুলিশ শুক্রবার গভীর রাতে উস্তি থানার অন্তর্গত দ্বীপের মোড়ের কাছে বিজেপির দলীয় কার্যালয় থেকে পৃথ্বীরাজের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। জানা গেছে বিজেপির ওই দলীয় কার্যালয়টি গত চার দিন ধরে বন্ধ ছিল। দলীয় কার্যালয় থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শাসকদলের দুষ্কৃতীরা পৃথ্বীরাজকে খুন করে বিজেপি দলীয় কার্যালয়ের মধ্যে দেহ ফেলে গিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। এদিকে দেহ উদ্ধারের পর বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিজেপির ওই দলীয় কার্যালয়ের সামনে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
