
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হল পঞ্চম জেভেরিয়ান মিট লুকিং বিয়ন্ড, এই আয়োজন যৌথ ভাবে করেছিল কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংগঠন ও জেভিয়ার্স প্রাক্তনীদের দক্ষিণ শাখার (জোনের) সদস্যরা। গত ১৮ এবং ১৯ অক্টোবর এই অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানকে ঘিরে বেঙ্গালুরুর নামজাদা হোটেল ও কনভেনশন সেন্টারে বসেছিল চাঁদের হাট। দুদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মিস ইউনিভার্স ২০১০ উষসী সেনগুপ্ত। ছিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানি, সংগীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি-সহ অনেকেই। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা জেভিয়ার্সের প্রাক্তনীরা যেমন কলকাতা থেকে উড়ে গিয়েছিলেন বেঙ্গালুরুতে, তেমনই সাউথ জোনের ১৫০-এর বেশি প্রাক্তন ছাত্রছাত্রীরা এই আয়োজনে অংশ নিয়েছিলেন।
১৮ অক্টোবর সন্ধেয় আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন সুনীল কোশি। সেখানে তার পর অনুষ্ঠিত হয় মিন্ত্রার আয়োজনে ফ্যাশন শো এবং সেনকো গোল্ডের আয়োজনে অলঙ্কার শো। ছিল বেসরকারি রেডিওর জুলিয়াস শর্মার একটি অনুষ্ঠান।
পরের দিন, এই আয়োজনে আনুষ্ঠানিক সূচনা হয় প্রার্থনার মাধ্যমে, সেটি পরিচালনা করেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার রেক্টর জেরাজ ভেলুস্বামী। এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার প্রিন্সিপাল ডমিনিক স্যাভিও ও কর্ণাটক সরকারের শ্রম দফতরের উপমন্ত্রী সন্তোষ এস ল্যাড। এদিন সোয়ান লেক ব্যালের আদলে একটি নৃত্য অনুষ্ঠান পরিবেশন করেন সঞ্জলি ড্যান্স ট্রুপ, নেতৃত্বে ছিলেন শর্মিলা মুখোপাধ্যায়। এর পর ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র সৈয়দ কিরমানির সঙ্গে একটি সাক্ষাৎকার আড্ডার অধ্যায় জমিয়ে দেয় এই অনুষ্ঠান। জেভিয়ার্স কলকাতার প্রাক্তন ছাত্রী ও সাউথ জোনের প্রাক্তন ছাত্রীদের সম্মিলিত প্রয়াসে অনুষ্ঠিত হয় একটি নৃত্যের অনুষ্ঠান, নাম ছিল আগমনী।
এই অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন রাশিকা রায়। তিনি শিবম দি মাহি বিষয়ে উপর নৃত্য পরিবেশন করেন। এরপর ক্রিকেট নিয়ে একটি আলোচনা করেন চারু শর্মা। এরপর বাণিজ্য নিয়ে একটি আলোচনা হয়, সেখানে অংশ নেন অত্রি ভট্টাচাৰ্য। তার সঙ্গে ছিলেন ডক্টর সুবর্ণ বোস এবং ডক্টর গোপীচাঁদ কাতরাগ্গাদা। এরপর পদ্মশ্রী কবিতা কৃষ্ণমূর্তি এবং সৈয়দ কিরমানিকে সংবর্ধনা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএক্সসিসিএএ-র সভাপতি ফিরদাউসুল হাসান এবং এসএক্সসিসিএএ-র দক্ষিণ শাখার কো-অর্ডিনেটর রুদ্রশঙ্কর রায়। অজয় নগর ক্যাম্পাসের জন্য দক্ষিণ জোন চ্যাপ্টারের সদস্যরা ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন।
শহর কলকাতায় লুট আড়াই কোটি টাকা! কীভাবে জানুন ক্লিক করে
সেনাকর্তা সেজে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ, অবশেষে গ্রেফতার
এক বাইকে চারজন! উল্টোডাঙায় ভয়ঙ্কর দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ২, আশঙ্কাজনক আরও ২
বেহালার আবাসনে আগুন, কালো ধোঁয়া গোটা এলাকায়
জিনগত কারণেই অ্যাজমা রোগের শিকার শিশুরা নাকি রয়েছে বড় কোন কারণ? কীভাবে নিরাময় সম্ভব, জানুন বিশেষজ্ঞদের মত
আইএসসি-তে শীর্ষ স্থান অধিকার করল কলকাতার মেয়ে সৃজনী, কিন্তু তার নেই কোনও পদবি, কেন?
নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য
সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা
মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা
প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন