মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১১ অক্টোবর ২০২৪ ১৪ : ২৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর অন্যতম অঙ্গ কুমারী পুজো। মহাষ্টমীতে বিভিন্ন ঐতিহ্যবাহী পুজো মণ্ডপে এবং বনেদি বাড়িরগুলিতে কুমারী পুজোর প্রচলন আছে। আচার-অনুষ্ঠানে প্রত্যেকেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু বিশেষত্ব থাকে। অনেক জায়গাতে নবমী তিথিতেও কুমারী পুজো হয়ে থাকে। পরম্পরায় যা বছরের পর বছর হয়ে আসছে। ঠিক তেমনই রীতি মেনে নবমীর দিন কুমারী পুজো হয় বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে।
ন'জন কুমারীকে দেবী দুর্গার নয় রূপে পুজো করা হয় বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। ১৩ বছর পর্যন্ত বয়সের নাবালিকাদের দেবী দুর্গার বিভিন্ন রূপে পুজো করার নিয়ম। দেবী এখানে অষ্টাদশভুজা। বয়সের প্রকারভেদ অনুসারে উমা, মালিনী, কুজ্জ্বিকা, সুভাগা, কালসন্দর্ভা সহ দেবীর ন'টি রূপে এখানে কুমারী পুজো করার চল হয়ে আসছে।
মহালয়ার পরদিন সকালে ঘটোত্তলনের মধ্য দিয়ে সর্বমঙ্গলা মন্দিরের পুজো শুরু হয়। প্রথা মেনে প্রতিপদে সর্বমঙ্গলা মন্দিরে ঘট স্থাপন হতেই পুজোর ঢাকে কাঠি পড়ে বর্ধমানে। রীতি মেনে প্রতিপদের দিন বর্ধমানের রাজাদের খনন করা কৃষ্ণসায়র থেকে জল ভরা হয় ঘটে। প্রথা অনুযায়ী, সেই ঘট সর্বমঙ্গলা মায়ের মন্দিরে স্থাপন করা হয়। দেবীকে সেদিন পরানো হয় রাজবেশ।
বর্ধমানের রাজারা জন্মসূত্রে ছিলেন পাঞ্জাবী। পরে বধূ হিসেবে নানা রাজ্যের মেয়েরা এসেছেন পরিবারে। নানা সংস্কৃতি, লোকাচারের মিশেল হয়েছে এখানে। প্রতিবার প্রতিপদে শুরু হয় রাঢ়-জননী সর্বমঙ্গলার পুজো। কৃষ্ণসায়র থেকে আচার মেনে জল ভরা হয়।
বহু প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরে অধিষ্ঠাতা দেবীকে অত্যন্ত জাগ্রত দেবী হিসেবেই মানেন অবিভক্ত গোটা বর্ধমান জেলার বাসিন্দারা।
কথিত আছে, রাজা তেজচন্দের আমলে এই মন্দির নির্মাণ হয়েছিল। মন্দির ঘিরে অনেক উপকথা আছে। চুনুরী বাড়ির মেয়েরা নাকি দেবীর পাষাণপ্রতিমায় গুগলি থেতো করতেন। স্বপ্নাদেশ পেয়ে দেবীকে এই প্রাচীন মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। দেবী দুর্গা এখানে সর্বমঙ্গলা রূপে পুজিতা হন। সারাবছরই তিনি বিরাজ করেন। পুজোর চারদিন ষোড়শোপচারে দেবী আরাধনা হয় সর্বমঙ্গলা মন্দিরে। আগে মহিষ ও পাঁঠা বলি হত। এখন বলিপ্রথা বন্ধ হয়েছে। আগে সন্ধিপুজোর মহালগ্নে কামান দাগা হত। কিন্তু ১৯৯৭-এ বিস্ফোরণের পর থেকে সেই প্রথা বন্ধ হয়ে যায়। নবমীতে কয়েক হাজার মানুষকে ভোগ বিলি করা হয়। পুজোর দিনগুলোতে কয়েক হাজার ভক্তদের সমাগম হয়।
মন্দিরে থাকা সর্বমঙ্গলার মূর্তিটি মন্দিরের থেকেও বেশি প্রাচীন। অনেকের মতে ১০০০ বছর, আবার কারও মতে তা ২০০০ বছরের পুরনো। এই মূর্তিটি হল কষ্টিপাথরের অষ্টাদশভূজা সিংহবাহিনী মহিষামর্দিনী। দৈর্ঘ্যে বারো ইঞ্চি, প্রস্থে আট ইঞ্চি। জমিদারি প্রথা বিলুপ্ত হবার পরে, বর্ধমানের তৎকালীন মহারাজা উদয় চাঁদ ১৯৫৯ খ্রিস্টাব্দে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন। বোর্ডের হাতেই মন্দিরের পরিচালনার দায়িত্ব রয়েছে।বর্তমানে এই বোর্ডে প্রশাসনিক আধিকারিকরাও আছেন।
#Bardhaman# West Bengal# Durga Puja
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বিজেপির সদস্য হলেই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, দলীয় সভায় বললেন সুকান্ত ...
ধান ঝাড়াইয়ের মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট কৃষক! পূর্ব বর্ধমানে কৃষকের মর্মান্তিক মৃত্যু...
বাড়িতে মোবাইল টাওয়ার বসালে কোটি টাকা, রাতারাতি বড়লোক হতে গিয়ে এ কী হল কৃষক পরিবারের!...
বাড়ি ফাঁকা রেখে গিয়েছিলেন কালীপুজোর আলো দেখতে, সেই সময় যা ঘটল, ফিরে চোখে অন্ধকার দেখল পরিবার...
এক কোপে মুণ্ডচ্ছেদ, কাটা হাত, পা-ও! কালীপুজোর সময়ে দিঘার কাছে ঘটে গেল কী ঘটনা, তাজ্জব পুলিশ...
প্রাইভেট টিউশন থেকে ফিরছিল, রাস্তা থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ...
'খাবার খাওয়াব আয়', রান্নাঘরে ডেকেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী ...
ভাইফোঁটা দিতে যাওয়ার পথে ধর্ষণের চেষ্টা বৃদ্ধাকে, পুলিশের জালে দুই ...
নিজের ভাই নেই তো কী হয়েছে, সাফাই কর্মীদের ভাইফোঁটা দিয়ে নজির গড়লেন দিদি...
'ডিজিটাল ম্যাপিং' করে গ্রেপ্তার অভিযুক্ত, নাবালিকা খুনের ঘটনার মাত্র ২১ দিনের মাথায় চার্জশিট পুলিশের ...
'চকোলেট খাবি?', লোভ দেখিয়ে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার পাশের বাড়ির প্রৌঢ় ...
মঞ্চে লাগাম ছাড়া মিঠুন, স্পষ্ট হুমকি প্রাণনাশের! 'কেটে ফেলব' বলে হুঁশিয়ারি...
এক দোকানেই ৩৭০ রকমের মিষ্টি, ভাইফোঁটার বাজারে চড়া দামে বিকোচ্ছে মিষ্টি ...
'একজন নয়, দু'জন ছিল', পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও খুনে দ্বিতীয় অভিযুক্তের ফাঁসির দাবিতে উত্তাল ফালাকাটা...
টুনি দিয়ে সাজানো বাড়ি, চলছিল দীপাবলি উদযাপন, মুহূর্তে সব শেষ, কী ঘটল জানুন ...