আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটমাঠে ভারতকে দেখে এখন সেই মিডাস রাজার কথা মনে পড়তে বাধ্য। যা ধরছে, তাতেই সোনা ফলাচ্ছে। গতকাল বাংলাদেশকে হারানোর পরে টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ডকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল ভারত।
ঘরের মাঠে এ নিয়ে টানা ১৬টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ভারত। এই সময়ে ক্যাপ্টেন্সিতে হাত বদল হয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার যাদব নেতৃত্ব দিয়েছেন।
আরও একটি বিষয় দেখা গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে ভারত টানা ৯টি ম্যাচ জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে জিম্বাবোয়ের কাছে হার মেনেছিল ভারত। তখন টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন শুভমান গিল। প্রথম ম্যাচ হেরে গেলেও বাকি চারটি ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে জয়ী হয় ভারত। শ্রীলঙ্কার মাটিতে গিয়েও ৩-০-এ জিতেছে ভারত।
ভারত ঘরের মাঠে সিরিজ হেরেছিল ২০১৯ সাল। অস্ট্রেলিয়া ২ ম্যাচের সিরিজ জিতে নিয়েছিল। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ভারতের এই দৌড় শুরু হয়। এখনও চলছে তা। ক্রিকেটভক্তরা বলছেন, এই দৌড় যেন না থামে।
