আজকাল ওয়েবডেস্ক: প্যান কার্ড করতে লাগবে না আধার কার্ড। শুনলে অবাক হয়ে যাচ্ছেন। কিন্তু আয়কর দপ্তরের নতুন নিয়ম অনুসারে এমনটাই জানা গিয়েছে। আজ থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে। প্যান কার্ডের দুর্নীতি ঠেকাতে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যুক্ত থাকা আর দরকারি নয়।
এমনকি যারা বছরে অনেক টাকা আয়কর দেন তারাও এই নিয়ম মেনে চলতে পারেন। বিভিন্ন করের ক্ষেত্রে যেমনভাবে টিডিএস কাটা হত এবারেও সেটাই থাকছে। যারা সরাসরি ট্যাক্সের সঙ্গে যুক্ত থাকছে তারাও এই নতুন নিয়ম মেনে চলতে পারেন। নতুনভাবে এই নিয়মগুলি চালু করা হয়েছে পুরনো নিয়মগুলিকে বজায় রেখেই। ফলে যারা এতদিন ধরে যে নিয়মে কর দিয়ে আসছিলেন সেগুলি থাকছে।
তবে সাইবার প্রতারকদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেই নতুন নিয়ম আনা হয়েছে। তাই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডকে বিয়োগ করার কথা ভাবা হয়েছে। বর্তমান সময়ে আধার কার্ডের সঙ্গে প্রতিটি অ্যাকাউন্ট যুক্ত থাকে। তার সঙ্গে যুক্ত থাকে প্যান কার্ডও। তাই প্যান কার্ডকে যদি আলাদাভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয় তবে সাইবার প্রতারকরা অনেকটাই পিছিয়ে পড়বে বলেই মনে করছে আয়কর বিভাগ।
প্যান কার্ডের সঙ্গে আয়কর যুক্ত থাকে বলেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে আয়কর বিভাগ। এবিষয়ে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, দেশের সমস্ত মানুষের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে যাতে সুরক্ষিত থাকে সেজন্য এই ব্যবস্থা নিয়েছে আয়কর বিভাগ। নতুন এই নিয়ম যদি জানা থাকে তবে আপনি নিজের কাজ অতি সহজেই করতে পারবেন। কেউ আপনাকে ঠকাতে পারবে না।
