আজকাল ওয়েবডেস্ক : ইতিহাসের পাতা যদি কেউ ঘেঁটে দেখেন তবে দেখা যাবে সাহারা মরুভূমি কোনও এক সময়ে সবুজের সমাহার ছিল। সময়টা ছিল ১১ হাজার বছর থেকে ৫ হাজার বছর পর্যন্ত। তবে ধীরে ধীরে হারিয়ে গিয়েছে সেই চিত্র। ধীরে ধীরে মরুভূমিতে পরিনত হয়েছে সাহারা। পৃথিবীর সবথেকে শুষ্ক অঞ্চল হিসাবে সকলে মেনে নিয়েছে সাহারাকে।

 

তবে এবারই চমক দেওয়ার পালা। সাহারায় ফের একবার সবুজের ঝলক দেখা গিয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে সাহারার সেই অংশে। ফলে অতি দ্রুত বাড়ছে সেই সবুজের গালিচা। সম্প্রতি নাসার স্যাটেলাইট ছবি থেকে সেই চিত্রই ধরা পড়েছে। এরফলে প্রভাব পড়েছে সাহারার সংলগ্ন দেশগুলিতেও। মরক্কো, আলজিরিয়া, টিউনিশিয়া, লিবিয়ার বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা দিয়েছে।

 

গবেষকরা জানিয়েছেন, গাছেরা ভারী বৃষ্টিতে দ্রুত বেড়ে ওঠে। মাটিতে ভেজা ভাব থেকে দ্রুত জন্ম নেয় শ্যাওলা। ফলে সেখান থেকে গাছ দ্রুত নিজের বংশবৃদ্ধি ঘটিয়ে থাকে। সাহারার যে অংশে সবুজ গালিচা দেখা গিয়েছে তা এরই ফসল। বহু হাজার বছর আগে সাহারার যে সবুজের সমাহার দেখা যেত তা ফের ফেরত আসতেই পারে। পৃথিবী বিজ্ঞানীরা মনে করছেন, যদি সাহারা নিজের প্রকৃতি পাল্টে দেয় তবে তা পৃথিবীর পক্ষে মঙ্গলজনক হবে। তবে প্রশ্ন হল যদি সাহারার সবুজ ফিরে আসে তবে তার সংলগ্ন এলাকাগুলিতে মরুভূমি গ্রাস করবে না তো।

 

সাহারায় কীভাবে ফের এত দ্রুত গাছের বাড়বাড়ন্ত হচ্ছে তা নিয়ে রীতিমতো আশ্চর্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তবে সাহারার ভারী বৃষ্টি আগামীদিনে ভাসিয়ে নিয়ে যেতে পারে আফ্রিকার দেশগুলিকে। ফলে সেখানকার বাসিন্দারা এই বিষয়টি নিয়ে প্রমাদ গুনছেন। বিশ্ব উষ্ণায়নের জেরে পৃথিবীর সর্বত্র আবহাওয়া এবং জলবায়ু দুয়েরই পরিবর্তন ঘটছে। সাহারার এই নতুন রূপ বদলে দিতে পারে পৃথিবীর পরিবেশ এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।