আজকাল ওয়েবডেস্ক: বিজ্ঞানের যুগেও বিস্তর জলঘোলা, আলোচনা ভবিষ্যদ্বাণী নিয়ে। বাবা ভাঙ্গা, জাপানের বাবা ভাঙ্গার পর এবার আলোড়ন দ্য সিম্পসন্স কার্টুন শো নিয়ে। আলোচনা যদিও এই প্রথম নয়। এর আগেও আলোচনায় উঠে এসেছে এই শো।
এক সময়ের অতি জনপ্রিয় এই কার্টুন শো ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল নানা মজার কাণ্ডকারখানার জন্য। ১৯৮৯ সালে ম্যাট গ্রোইনিং এই কার্টুন শো-এর সূচনা করেন। ফক্স ব্রডকাস্টিং কোম্পানির জন্যই ম্যাট তৈরি করেছিলেন এই শো। কিন্তু হাসি-মজার নানা ঘটনার সঙ্গেই এই কার্টুন শো উদ্বেগ বাড়ায় অন্য কারণে।
কারণ, ওই কার্টুন শো-তে নানা সময়ে দেখা গিয়েছে এমন অনেক বিষয় ভবিষ্যতে সত্যি হিসেবে ঘটে গিয়েছে। তালিকা লম্বা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ২৪ বছর আগের একটি এপিসোডে দেখানো হয়েছিল একদিন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হবেন। ঘটেও ঠিক তাই। ২৩ বছর আগের একটি এপিসোডে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে যাওয়ার ঘটনার কথা দেখানো হয়েছিল ওই শো-তে। ২০২৩ সালে ওই শো-তে যা দেখানো হয়েছিল, ঠিক তাই ঘটে। নানা বিষয় বারে বারে মিলে যাওয়ায়, এক সময় প্রশ্ন জাগে, তাহলে কি ম্যাট ভবিষ্যৎ দেখতে পেতেন? যা ঘটবে ভবিষ্যতে, তাই দেখিয়ে সতর্ক করতে চাইতেন সাধারণ মানুষকে, তাঁর শো-র মাধ্যমে। এছাড়াও একাধিক বিষয় তাঁরা ঘটার বহু আগেই জেনে গিয়েছিলেন বলে দাবি করেন এই শো-এর অনুরাগীরা।
আচমকা আবার চর্চায় ওই কার্টুন শো। কেন? কারণ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটু কার্টুন চরিত্রকে দেখা যাচ্ছে, যার আদত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। ব্যাকগ্রাউন্ডে বলতে শোনা যাচ্ছে, ২০২৫ সালেই বুকে ব্যথা নিয়ে মারা যেতে পারেন রাষ্ট্রপতি। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিও একটি এগোতেই শোনা যায়, ১৫ বছরেরও বেশি সময় আগে সম্প্রচারিত একটি প্রায় ভুলে যাওয়া পর্বে ‘প্রেসিডেন্সিয়াল ডেথ’-এর ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। এটিকে অনুষ্ঠানের ‘সবচেয়ে বিরক্তিকর ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে একটি’ বলে অভিহিত করে, ভয়েসওভারটি ঘটনাটি কীভাবে ঘটেছিল তা বর্ণনা করতে থাকে।

