আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের পরে একের পর এক বিরোধী শিবিরে ভাঙন দেখা গিয়েছে, তারই পুনরাবৃত্তি এবার মথুরাপুরে। বিজেপি থেকে কয়েক শতাধিক কর্মীকে তৃণমূলে যোগ দিতে দেখা গেল রবিবার। 

 

 

রবিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের সাংসদ বাপি হালদারের হাত ধরে পদ্ম থেকে ঘাসফুল শিবিরে যোগদান করেন নলুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়বাটি গ্রামের বাসিন্দা সুরাজ ঘরামি এবং ভাগ্যদর পাইক। এদের মধ্যে একজন বিজেপি প্রতীকে নির্বাচিত সদস্য সুরাজ ঘরামি। আরেকজন ভাগ্যদর পাইক মথরাপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যা অন্নপূর্ণা পাইকের স্বামী।

 

 

সুরাজ ঘরামি ও ভাগ্যদার পাইকের নেতৃত্বে এদিন প্রায় পাঁচ শতাধিক বিজেপি কর্মী মথুরাপুরে সাংসদের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। রবিবার দিন, কৃষ্ণচন্দ্রপুরে তৃণমূলের একটি সভা হয়, সেই সভায় তৃণমূলে যোগ দেন সুরাজ ঘরামি এবং তার সমর্থকরা।

 

 

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর একের পর এক তাবড় তাবড় নেতাকে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিতে দেখা গিয়েছে, আবার একই চিত্র দেখা গেল মথুরাপুরে! এই নিয়ে চিন্তায় স্বাভাবিকভাবেই কি চিন্তায় বিজেপি উঠছে প্রশ্ন। 

 

 

অন্যদিকে বিজেপির একাধিক জেলার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি!