আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুই সুয়ারেজ। ১৭ বছর বিশ্বমঞ্চে দাপিয়ে খেলার পর বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন উরুগুয়ের তারকা ফুটবলার। সাংবাদিক সম্মেলনে আবেগতাড়িত হয়ে পড়েন। চোখের জল ধরে রাখতে পারেননি। সুয়ারেজ বলেন, 'শুক্রবার দেশের হয়ে আমি শেষ ম্যাচ খেলব। আমি নিজে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি চোট-আঘাতের জন্য এই সিদ্ধান্ত নিইনি। বা নিয়মিত দলে ডাক পাচ্ছি না বলেও না। অবশ্যই এই সিদ্ধান্ত কঠিন, তবে একদিকে আমাকে মানসিক শান্তি দেবে। কারণ আমি জানব, শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের সেরাটা দিয়েছি।' উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ। ১৪২ ম্যাচ খেলে ৬৯ গোল তাঁর ঝুলিতে। ২০০৭ সালে দেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে উরুগুয়ে। পরের বছর কোপা আমেরিকা জেতে। দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সুয়ারেজ। 

এবারের কোপায় কানাডার বিরুদ্ধে গোল করেন সুয়ারেজ। যার ফলে তৃতীয় স্থানে শেষ করে উরুগুয়ে। অবসর ঘোষণার পর তিনি জানান, এখনও যে গোল করে দলকে জেতাতে পারেন, সেটা প্রমাণ করাই লক্ষ্য ছিল। সুয়ারেজ বলেন, 'জাতীয় দলের হয়ে আমার একটা বড় জয় ছেলেমেয়েদের দেখানোর ইচ্ছে ছিল। ট্রফি না পেলেও আমার শেষ গোলটা দেখে ওরা খুব খুশি হয়েছে। আমি যে এখনও জাতীয় দলে অবদান রাখতে পারি, সেটা দেখানোই আমার লক্ষ্য ছিল। কোপা আমেরিকার পর অবসর ঘোষণা করতেই পারতাম। তবে আমি নিজের স্টেডিয়ামে, নিজের লোকজনের সমানে অবসর নিতে চেয়েছিলাম। আমি আমার ছেলেমেয়েদের সেই অভিজ্ঞতা দিতে চেয়েছিলাম। এখানে ফুটবলকে বিদায় জানানোর আবেগই আলাদা।' ২০২৬ বিশ্বকাপের সাউথ আমেরিকান কোয়ালিফায়ারে শুক্রবার মন্টিভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে উরুগুয়ে। এটাই হবে দেশের জার্সিতে সুয়ারেজের শেষ ম্যাচ।