রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Puja Fashion 2024: পুজোর সাজে সন্দীপ্তা-সৌম্য

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: শ্যামশ্রী সাহা ৩১ আগস্ট ২০২৪ ১১ : ২৮Soma Majumder


আজকাল ওয়েব ডেস্ক: পুজো মানেই নতুনভাবে দেখা। দেখানোও বটে! পুজোর কয়েকটা দিন তরুণ তুর্কী থেকে মাঝবয়সি, সকলেই চান ভিড়ের মাঝে
‘‌মধ্যমণি’‌ হতে। তাই পুজো মানেই নতুন ট্রেন্ড। সেই ট্রেন্ডের সঙ্গে পাল্লা দেবেন, নাকি সাজবেন নিজের মতো করে। যেভাবেই সাজুন, শপিং লিস্ট করার আগে ফ্যাশন ট্রেন্ড জানা থাকলে মন্দ হয় না। পুজোর সাজ ও ফিটনেস ফান্ডা নিয়ে আজকাল ফ্যাশন ফ্লোরে সন্দীপ্তা সেন, সৌম্য বন্দ্যোপাধ্যায়।
সন্দীপ্তার সারাদিন

সকালে ঘুম থেকে উঠে জিরে ভেজানো জল, আমন্ড। ব্রেকফাস্টে ব্রাউনব্রেড, এগের কোনও প্রিপারেশন। একঘণ্টা পর যোগা। লাঞ্চে ভাত, ডাল, মাছ। শুটিং থাকলে বাড়ি থেকে এই খাবারই নিয়ে যাই। বিকেলে যে কোনও একটা ফল। শশা বা পেয়ারা। সন্ধেবেলা চিঁড়ের পোলাও বা স্প্রাউটস বা ছোলা সিদ্ধ বা ডায়েট চিঁড়ে। রাতে চিকেন স্যালাড।

ফ্যাশন বা ট্রেন্ড
নিজস্ব প্যাটার্ন ফলো করি। ট্রেন্ডিং বলে পরতেই হবে এমনটা নয়। যে পোশাকে আমাকে ভাল লাগবে, কমফর্ট দেবে বা ক্যারি করতে পারব সেটাই আমার ফ্যাশন স্টেটমেন্ট। ওয়ার্ডরোবে প্রচুর শর্ট ড্রেস, শার্ট আছে। বিয়েতে প্রচুর শাড়ি পেয়েছি। কটনের শাড়িই বেশি পরি। পুজোর পাঁচদিন, অষ্টমীর সকাল আর দশমীতে শাড়ি পরব। বন্ধুদের বাড়িতে আড্ডায় সালোয়ার বা ক্যাজুয়াল। 
সহ অভিনেতা সৌম্য ২০১৪ -এ প্রথম কাজ। খুব ভাল অভিনেতা, ফ্রেন্ডলি। একটা কমফর্ট জোন আছে। 
এবার পুজোয় অনেকটা সময় কলকাতায় থাকব। তারপর কোথাও হয়তো ঘুরতে যাব। এখনও প্ল্যান করিনি।
প্রিয় রং ছোটবেলা থেকে ব্ল্যাক, হোয়াইট, ব্লু। এখন সি গ্রিন, প্যারট গ্রিন, লেমন ইয়েলো, টারকোয়াইজ ব্লু। 
প্রিয় পোশাক ক্যাজুয়াল
প্রিয় ডেস্টিনেশন পাহাড়
প্রিয় খাবার বাঙালি, নর্থ ইন্ডিয়ান, কেরালা ক্যুইজিন, মেক্সিকান ফুড
মি–টাইম গান, নাচ, বই পড়া, সোলোট্রিপ

সৌম্যর সারাদিন

ছ’‌টা থেকে সোয়া ছ’‌টার মধ্যে ঘুম থেকে উঠি। একটা ছোট্ট বারান্দা আছে, সেখানে সবাই যাতে ভাল থাকে তার জন্য প্রে করি। দু-চার মিনিট গাছের সঙ্গে সময় কাটাই। কফি বানিয়ে খাই। ওই সময় কারওর সঙ্গে কথা বলি না। ফোনও দেখি না। নিজের সঙ্গে সময় কাটাই। যেদিন খুব খিদে পায় ব্রেকফাস্টে ফল বা দই মুসলি, কিংবা স্যান্ডউইচ খাই। চিট করতে ইচ্ছে করলে ম্যাগি বা স্প্যাগেটি। এরপর প্রায় দেড় ঘন্টা যোগা করি। বাড়িতে থাকলে বই পড়ি বা সরোদ বাজাই। স্নান, পুজো করে লাঞ্চ বানাই। আমি ভেজিটেরিয়ান। একটা ভাল স্যালাড বানিয়ে নিই। তারপর আধঘন্টার ছোট্ট একটা ন্যাপ। ঘুম থেকে উঠে কফি আর বিস্কিট। তারপর অনেকটা সময় বইয়ের সঙ্গে। সাড়ে ছ’‌টা থেকে সাতটার মধ্যে ডিনার। ওটসের খিচুড়ি বা টোফু উইথ ভেজিটেবল। কিনোয়াও খাই। কোনওদিন মার হাতের রান্না। সেদিন একটু ভাত খাই। আগে ডিনারের পরে দৌড়তে বেরোতাম। পা ভাঙার পর সেটা হয় না। ঘুমোতে যাওয়ার আগে কোনওদিন সিরিজ বা সিনেমা দেখি।

ফ্যাশন
সাদা ধুতি-পাঞ্জাবি খুব প্রিয়। অপেক্ষা করে থাকি কবে কোন অনুষ্ঠানে এই পোশাক পরতে পারব। অন্যসময় টি–শার্ট, ট্রাউজার বা জগার্স। কোথাও ওভারসাইজড টি–শার্ট এর সঙ্গে ব্যাগি প্যান্টস পরেও চলে যাই। খুব জাঙ্ক কিছু এখন পরি না। ওয়ার্ডরোবে অনেক টি–শার্ট আর ধুতি আছে। 
সহ অভিনেতা সন্দীপ্তা
ওর সঙ্গে একটা মারাত্মক কমফর্ট লেভেল আছে। ও এমন একজন যার সঙ্গে মতবিরোধ থাকলেও ঝগড়া করা যায় না। কাজ করে খুব মজা পাই। কো-স্টার যদি ভাল বন্ধু হয় কাজটাও ভাল হয়।
প্রিয় রং ইয়েলো
প্রিয় পোশাক ধুতি-পাঞ্জাবি
প্রিয় খাবার ফল, আনারস
প্রিয় ডেস্টিনেশন সারা পৃথিবী ঘুরতে চাই। এখনও অনেক কিছুই দেখা হয়নি। ড্রিম ডেস্টিনেশন সাদার্ন ফ্রান্স  
মি-টাইম গাছেদের সঙ্গে সময় কাটানো, বইপড়া, ছবি আঁকা। মাঝে মাঝে সোলোট্রিপ 
এবার পুজোয় এখনও কোনও প্ল্যান নেই।

সাজো এমন করে: অভিজিৎ পাল
কোন সাজে কাকে ভাল লাগে সেটাই আগে জানা দরকার। ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে যা খুশি সাজলে হবে না। এবার পুজোয় কালারফুল লাইনার, মাসকারা ইন। সেইসঙ্গে নানা রঙের নেলপলিশ। পপআপ কালারের লিপস্টিকও এবার ট্রাই করতে পারেন। চোখ আর ঠোঁটকে হাইলাইট করতে হবে। পোশাকের সঙ্গে যেন মেকআপের সামঞ্জস্য থাকে। সাদা-লাল পাড় শাড়ির সঙ্গে গ্লিটারি আইলাইনার বা লিপস্টিক ব্যবহার না করে হালকা ব্রাউন স্মোকি আইস আর ন্যুড লিপস্টিক ব্যবহার করাই ভাল। ঠোঁট ব্রাইট হতে হবে।

টিনএজাররা নানা রঙের আইলাইনার ব্যবহার করতে পার। লাইনার দিয়ে আঁকা চোখের নানা রকম শেপও এখন খুব ট্রেন্ডি।
সন্দীপ্তার আউটফিট খুব জমকালো তাই মেকআপ নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করিনি। শাটল আর ন্যুড মেকআপ লুকই রেখেছি। সন্দীপ্তার স্কিন ভাল তাই খুব বেশি মেকআপ করার দরকার হয়নি। চোখের মেকআপটা ড্রামাটিক করেছি। কোথাও গ্লিটারি কোথাও শাটল। সঙ্গে ন্যুড লিপস্টিক। সন্দীপ্তার হেয়ার স্টাইল এখন শর্ট। সেখানে একটা বাউন্সি লুক দিয়েছি। সাদা-লাল পাড় শাড়িতে নিট  আর সফট কার্লস।

ফ্যাশন ডিজাইনারের কথায়— তন্ময় বিশ্বাস

অনেকেই অরগ্যাঞ্জা বা টিস্যু পরতে চান না, ফুলে থাকে বলে, এবার পুজোয় অরগ্যাঞ্জা ফ্যাশনে ইন। ‘লেবেল তন্ময়’–এর অরগ্যাঞ্জায় টিস্যুর কম্বিনেশন থাকে তাই এটা ফুলে থাকে না। সেইসঙ্গে হালকা রং বা হালকা শেডস এইবছর খুব ট্রেন্ডিং। সন্দীপ্তাকে প্যাস্টেল শেডের অরগ্যাঞ্জা পরিয়েছি। আর রয়েছে লাল-সাদা জারদৌসি কাজের শাড়ি। এই শাড়ির মূল আকর্ষণ এর স্ক্যালপ বর্ডার। যেটা শাড়ির সঙ্গে মিশে আছে। আলাদা করে লাগানো চওড়া বর্ডার এবার ফ্যাশনে আউট। সৌম্যদাকে পরিয়েছি প্যাস্টেল শেডের পাঞ্জাবি, ইন্দো-ওয়েস্টার্ন ড্রেস। প্যাস্টেল শেড ছেলেরা পরতে চায় না, মনে করে এটা মেয়েদের রং। এই শেড ফিচারিং পয়েন্টগুলোকে এনহ্যান্স করে। নবমীতে নানা রঙের সুতোর কাজ করা ব্ল্যাক পাঞ্জাবি পরিয়েছি। সলিড কালারে নানা রঙের সুতোর কাজের পাঞ্জাবি এবার পুজোয় ট্রেন্ডিং।


নানান খবর

নানান খবর

ছোটবেলা থেকেই সন্তানকে কীভাবে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে শেখাবেন? রইল সহজ উপায়ের হদিশ

মুখে ফুটে ওঠে কিডনি বিকল হওয়ার ৫ লক্ষণ! কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?

বিদেশিরা ‘আইস অ্যাপল’ বলতে পাগল, অথচ বাঙালিরাই কদর করে না বাংলার এই ফলের! জানেন কতো গুণ?

কয়েকদিনেই ঘন-কালো-লম্বা চুল! সোনাক্ষীর পরামর্শে সহজে বানিয়ে ফেলুন ‘হেয়ার গ্রোথ’ স্প্রে, কীভাবে ব্যবহার করলে পাবেন সুফল?

দিনরাত কম্পিউটার-মোবাইলে চোখ? এই ৫ নিয়ম না মানলে অল্প বয়সেই বিপদ বাড়বে চোখের

বাড়িতে ঝগড়া, অশান্তি? এই একটি জিনিস জুতোর কাছে রাখলেই যাবতীয় ‘নেগেটিভ এনার্জি’ দূর হবে, ফিরবে শান্তি

রোজ রোজ পুষ্টিকর স্যান্ডউইচ খেতে চাইবে সন্তান, শুধু পাউরুটিতে মাখিয়ে দিন পুদিনা-পনিরের ডিপ

বয়স বাড়ছে, দাড়ি বাড়ছে না? পাঁচটি ঘরোয়া টোটকার পঞ্চবাণ প্রয়োগ করুন, ঘন কালো কেশে ঢাকবে গাল

আলু-গাজর দিয়েই তৈরি হবে জেল্লা বাড়ানোর ক্রিম! শিখে নিন প্রস্তুতপ্রণালী, আর বাজার থেকে কিনতে হবে না

নারকেল তেলে মিশিয়ে নিন ঘরোয়া তিনটি উপাদান, তাতেই তৈরি হয়ে যাবে ‘বয়স কমানো’র ফেস প্যাক

অতি পরিচিত ৫ খাবার ক্যানসারের যম! নিয়মিত খেলে ধারেকাছে ঘেষতে পারবে না মারণ রোগ!

নিত্যদিনের সঙ্গী টিভি, কীভাবে যত্ন নিলে ভাল থাকবে এই গ্যাজেট?

পারিবারিক হিংসার শিকার? কীভাবে বাঁচার পথের দিশা পাবেন? হদিশ দিলেন আইনজীবী

গরমেও ভোগাচ্ছে খুশকি? চুলের যত্নে গাফিলতি করছেন না তো! সহজ কটি নিয়ম মানলেই পাবেন সমাধান

সকালে ঘুম থেকে উঠেই শরীরে এই সব লক্ষণ দেখতে পান? সাবধান! নিঃশব্দে ডায়াবেটিসের তাণ্ডব শুরুর আগেই সতর্ক হন

সোশ্যাল মিডিয়া