আজকাল ওয়েবডেস্ক: আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য। আন্দোলন-প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। এই উত্তপ্ত পরিস্থিতিতে সমাজমাধ্যমে প্রতি মুহূর্তে ছড়িয়ে পড়ছে নানা তথ্য। ঘটনাপ্রবাহে নজর রেখে কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার জানানো হয়, যাচাই না করে তথ্য প্রকাশ না করতে। অন্যদিকে, গত কয়েকদিনে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে নির্যাতিতার একাধিক ছবি এবং নাম-পরিচয়। আদালত তাতেও নিষেধাজ্ঞা জারি করেছে কঠোর ভাবে।
এই পরিস্থিতিতে নির্যাতিতার নাম ছবি এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। অভিযোগ ‘কীর্তিসোশ্যাল’ নামে ইন্সটাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টে আরজি করের ঘটনার একাধিক পোস্ট রয়েছে, তার মধ্যে কিছু পোস্টে নির্যাতিতার নাম-ছবি ছিল। বাকি পোস্ট গুলিতেও মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং খুনের হুমকি দেওয়া হয়।
জানা গিয়েছে, ওই পড়ুয়া বিকম ছাত্রী। দ্বিতীয় বর্ষের। নাম কীর্তি শর্মা। সমাজ মাধ্যমে পোস্টের কারণেই গ্রেপ্তার করা হয়েছে তাকে, তেমনটাই খবর সূত্রের।
