আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে ফের ভয়াবহ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাংলায়। ২৪ ঘণ্টার মধ্যে পরপর অগ্নিকাণ্ড। বিরাটির যদুবাবুর বাজারের পর এবার ঘটনাস্থল চাঁদনি চক। আজ মঙ্গলবার সন্ধ্যায় আচমকা চাঁদনি মার্কেটের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে গুদাম। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা এলাকা। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

">
 

প্রসঙ্গত, সোমবার গভীর রাতে উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটির যদুবাবুর বাজারে আগুন লাগে। জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ আগুন লাগে। মোট ১৮৯টি দোকান ছিল ওই নির্দিষ্ট এলাকায়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, ১৮৯টি দোকানের মধ্যে হাতে গোনা দু-চারটি দোকান ছাড়া সব পুড়ে গিয়েছে। 

তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনার প্রায় আট ঘণ্টা পরেও এখনও বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। অসহায় অবস্থায় পুড়ে ছাই হয়ে যাওয়া সম্বলের দিকে তাকিয়ে দোকানিরা। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তথ্য।

স্থানীয় নিমতা থানা ও পুর প্রশাসন পুড়ে যাওয়া বিভিন্ন সামগ্রী অন্যত্র সরানোর কাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুর পারিষদ সদস্য-সহ স্থানীয়রা। বছর শেষে এই এলাকাতেও হাহাকার ব্যবসায়ীদের। 

প্রসঙ্গত, চলতি মাসে দিন কয়েক আগে নিউটাউনের গৌরাঙ্গনগর ঘুনি এলাকায় বস্তিতে আগুন বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছিল। আচমকাই আগুনের লেলিহান শিখা দেখতে পান বাসিন্দারা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ক্রমেই আরও একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।‌ পাশাপাশি নিউটাউন থানার পুলিশ পৌঁছয় সেখানে। স্থানীয়রা জানিয়েছেন, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ঝুপড়ির ভিতরেই। ঘটনাস্থলে কিছুক্ষণেই হাজির হন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।

ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, নিশ্চিত তথ্য পাওয়া যায়নি সেই প্রসঙ্গেও। ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, কী থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা স্পষ্ট বোঝা না গেলেও, ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। পুড়ে ছাই অন্তত ২০টি ঝুপড়ি। একইসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, বস্তি এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ার কারণে প্রথমে দমকলের ইঞ্জিন ঝুপড়ির কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পারেনি। পরে বাসিন্দাদের সহযোগিতায় দু'টি ইঞ্জিন প্রবেশ করেছে ভিতরে। 

নিউটাউনের পর কাঁকুড়গাছি। লোহাপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, গভীর রাতে অক্সিজেন সিলিন্ডার গোডাউনে আগুন লেগে যায়। শোনা যায় সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোডাউন। রাত আড়াইটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

আগুন লাগতেই একের পর এক সিলিন্ডার ফাটতে শুরু করে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। এই বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে ২ কিলোমিটার দূর থেকেও আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার খবর পাওয়ার পরই উপস্থিত হয় দমকলের ১৫টি ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।