স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাজে যাওয়ার সময় পঞ্চবটি গ্রামের সিআইএসএফ ক্যাম্প থেকে কিছুটা দূরে একটি জঙ্গলের মধ্যে এক ব্যক্তির পোড়া দেহাংশ পড়ে থাকতে দেখেন কিছু লোকজন। পোড়া দেহাংশের থেকে কিছুটা দূরে ওই ব্যক্তির জামা প্যান্ট পাওয়া যায়। দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ‘ওই ব্যক্তির মৃত্যু কিভাবে হয়েছে তা জানার জন্য দেহাংশগুলো ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’
