ধসের ফলে ওয়েনাডে প্রবল বিপর্যয় নেমে আসে। ১৩২ জন মানুষ প্রাণ হারায়। আহত হয়েছেন ২০০ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এখনও ধসের নিচে আরও মানুষ চাপা পড়ে রয়েছে। তাঁদের সেখান থেকে বের করার চেষ্টা চলছে।
১৮০ জন এখনও নিখোঁজ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০ বাড়ি। খোলা হয়েছে ৪৫ টি ক্যাম্প , সেখানে তিন হাজার মানুষ রয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী দিন রাত এক করে কাজ করছেন।
