নিজস্ব সংবাদদাতা: একুশে জুলাই মানেই রাজনীতিবিদ ও বিনোদন তারকাদের সমাবেশ ৷ এদিন ধর্মতলার সমাবেশের শহিদ মঞ্চে দেখা গেল একঝাঁক টলি তারকাদের। টেলিভিশন থেকে বড়পর্দা বাদ গেলেন না কোনও মাধ্যমের তারকারাই।
এদিন বেলা বাড়তেই হাসিমুখে গাড়ি থেকে নামতে দেখা তেল সাংসদ অভিনেতা দেবকে। কালো পোশাক ও চোখে সানগ্লাস পড়ে এগিয়ে গেলেন গন্তব্যে। মঞ্চে ব্রাত্য বসুর সঙ্গে দেখা মিলল কাঞ্চন মল্লিকের। সাদা পাঞ্জাবি পরে আলাপচারিতায় মজলেন তাঁরা। এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন কাঞ্চন মল্লিক।
এছাড়াও, বাস থেকে নামতে দেখা গেল টলিপাড়ার একাধিক তারকাদের। একসঙ্গে ২১-এর মঞ্চে পৌঁছলেন শ্রীতমা ভট্টাচার্য, রিজওয়ান রব্বানি শেখ, সোনামণি সাহা, লাভলি মৈত্র, সোমা বন্দ্যোপাধ্যায়, রানা মিত্র, সুভদ্রা মুখোপাধ্যায় সহ আরও অনেকে।
সায়নী ঘোষকে গতকালই দেখা গিয়েছিল শহীদ দিবস উপলক্ষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ক্যাম্পে। এদিন উপস্থিত থাকতে পারলেন না নীল, তৃণা, বনি, কৌশানী সহ দেবলীনা কুমারও।
এদিন বেলা বাড়তেই হাসিমুখে গাড়ি থেকে নামতে দেখা তেল সাংসদ অভিনেতা দেবকে। কালো পোশাক ও চোখে সানগ্লাস পড়ে এগিয়ে গেলেন গন্তব্যে। মঞ্চে ব্রাত্য বসুর সঙ্গে দেখা মিলল কাঞ্চন মল্লিকের। সাদা পাঞ্জাবি পরে আলাপচারিতায় মজলেন তাঁরা। এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন কাঞ্চন মল্লিক।
এছাড়াও, বাস থেকে নামতে দেখা গেল টলিপাড়ার একাধিক তারকাদের। একসঙ্গে ২১-এর মঞ্চে পৌঁছলেন শ্রীতমা ভট্টাচার্য, রিজওয়ান রব্বানি শেখ, সোনামণি সাহা, লাভলি মৈত্র, সোমা বন্দ্যোপাধ্যায়, রানা মিত্র, সুভদ্রা মুখোপাধ্যায় সহ আরও অনেকে।
সায়নী ঘোষকে গতকালই দেখা গিয়েছিল শহীদ দিবস উপলক্ষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ক্যাম্পে। এদিন উপস্থিত থাকতে পারলেন না নীল, তৃণা, বনি, কৌশানী সহ দেবলীনা কুমারও।
