প্রীতি সাহা: সকাল সকাল ভাইফোঁটার আয়োজন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। অসুস্থ বোনের হাত থেকে ফোঁটা নিলেন মন্ত্রী। পরনে সাদা পাঞ্জাবি আর হাতের মুঠোয় মিষ্টির থালা নিয়ে জমজমাট ভাইফোঁটার অনুষ্ঠান সম্পন্ন হল শোভনদেবের ভবানীপুরের বাড়িতে। নিয়ম মেনে প্রথমে চন্দনের এবং পরে দইয়ের ফোঁটা দিলেন দিদি–বোনেরা। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজকাল ডট ইনকে জানান, রাজনৈতিক কর্মসূচিতে তিনি জীবনে কখনও ফাঁকি দেননি। তেমনই ভাইফোঁটার দিনেও বাড়ির লোকদের থেকে দূরে থাকেননি কখনও। এই দিনটা সমস্ত রাজনৈতিক কর্মসূচিকে দূরে সরিয়ে রেখে দিদি–বোনেদের সঙ্গে আনন্দে কাটাবেন। আর ভাইফোঁটার মেনুতে থাকছে মন্ত্রীর প্রিয় পোস্তর বড়া। ভাত, ডাল ছাড়াও মেনুতে থাকছে বিভিন্ন ধরনের মাছ।
