আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন বছর পড়েছে। শীতের বাজার। ছুটির দিনেই মানুষজন ছুটবেন চিড়িয়াখানা, মিউজিয়াম, ভিক্টোরিয়া কিংবা ময়দানে। সেদিকে লক্ষ্য রেখেই জানুয়ারির টানা চার রবিবার অর্থাৎ ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি পরিষেবা চালু করা হচ্ছে। যাত্রীদের ভিড় ও চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।


এই চারটি রবিবার ব্লু লাইনে মোট ১৬০টি পরিষেবা (৮০ আপ + ৮০ ডাউন) চালানো হবে। সাধারণত রবিবারে যেখানে ১৩০টি ট্রেন চলে, সেখানে এবার পরিষেবা বাড়ানো হচ্ছে। মেট্রো বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। আবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। এবং নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। এই সময় অবশ্য অপরিবর্তিত রাখা হয়েছে। 


আবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে। এছাড়া বিকেল ৩টা ২০ মিনিট থেকে সন্ধে ৭টা ২০ মিনিট পর্যন্ত ব্লু লাইনে ১০ মিনিটের বদলে প্রতি ৮ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।


গ্রিন লাইনে এই চার রবিবার ১২৪টি পরিষেবা (৬২ আপ + ৬২ ডাউন) চালানো হবে। সাধারণ দিনে যেখানে ১০৮টি ট্রেন চলে, সেখানে এবার বাড়ছে ট্রেন সংখ্যা।


সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২ মিনিটে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। আবার সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫ মিনিটে। গ্রিন লাইনে বিকেল ৪টা ২ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বদলে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে।


অন্যদিকে, ইয়েলো লাইনে এই রবিবারগুলিতে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। তবে অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে আগের মতোই কোনও মেট্রো চলবে না।