সংবাদ সংস্থা মুম্বই: বড় বড় তারকা বা ধনী ব্যক্তিরা তাঁদের নিজস্ব বিমানে করে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেন। বলিউডের প্রথম সারির তারকাদের অধিকাংশেরই রয়েছে বিলাসবহুল ব্যক্তিগত বিমান। প্রাইভেট জেটগুলি চড়তে যা খরচ, তা থেকেই বোঝা যায় যে যাঁরা প্রাইভেট ডেটে চড়েন তাঁরা কেবল ধনী নন, অতি ধনী। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান -বলিপাড়ায় কোন পাঁচ তারকার রয়েছে সবথেকে বিলাসবহুল ব্যক্তিগত বিমান? এই তালিকায় পয়লা নম্বরেই বা রয়েছেন কে?
2
6
অমিতাভ বচ্চন: তিনি বলিউডের শাহেনশাহ। তাঁর রুচিও যে এই অন্যের সঙ্গে মানানসই হবে, তা বলাই বাহুল্য। দূরপাল্লার যাত্রায় নিজস্ব বিমানেই যাতায়াত করতে পছন্দ করেন অমিতাভ। তাঁর বিলাসবহুল বিমানটি বোম্বাবারাডিয়ার চ্যালেঞ্জার। ১০টি আসনযুক্ত এই ব্যক্তিগত জেটটির মূল্য ২৬০ কোটি টাকা! একবার অভিষেক বচ্চন সমাজমাধ্যমে এই বিমানের অন্দরের ছবি পোস্ট করেছিলেন। সেখানে অমিতাভ-জয়ার সঙ্গে অভিষেককে দেখা ছাড়াও নেটিজেনদের নজর করেছিল বিমানের বিলাসবহুল অন্দরসজ্জার।
3
6
অক্ষয় কুমার: ইন্ডাস্ট্রির অন্যতম ধনী তারকা অক্ষয় কুমার। তাঁর পারিশ্রমিক শুনলে আঁতকে ইঠবেন আচ্ছা আচ্ছা অভিনেতা। তাঁর ব্যক্তিগত বিমানটি হকার ৮০০। রয়েছে আটটি আসন। মূল্য ১৬০ কোটি! ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রে তো বটেই দূর দেশে শুটিং থাকলে অনেক সময় এই বিমানটি চেপেই যাতায়াত করেন তিনি। আর পারিবারিক ছুটি কাটানো যদি উদ্দেশ্য হয় তাহলে সপরিবারে যে তারকা এই ব্যক্তিগত বিমানে উঠেই পাড়ি দেন, সেকথা বলাই বাহুল্য।
4
6
অজয় দেবগণ: বহু বছর ধরেই ব্যক্তিগত বিমানের শখ ছিল অজয়ের। সম্প্রতি সেই ইচ্ছেপূরণ হয়েছে তাঁর। নিজের জন্য একটি বিলাসবহুল ব্যক্তিগত বিমান কিনে ফেলেছেন 'সিংহম'। অজয়ের বিমানটি হকার ৮০০ সংস্থার। আসন রয়েছে মাত্র ৬টি। কিন্তু মূল্য ৮৪ কোটি! তাহলেই বুঝতেই পারছেন আভিজাত্যের পাশাপাশি বিলাসবহুল উপকরণে ঠাসা অজয়ের এই ব্যক্তিগত বিমান। বিদেশে শুটিং করতে যাওয়া থেকে ছুটি কাটানো, সবকিছুই আজকাল এই বিমানে চেপে করছেন অজয়।
5
6
সলমন খান: তিনি বলিউডের 'টাইগার। হিন্দি ছবি জগতের পরথম তিন তারকার মধ্যে একজন। সুতরাং, সলমন খানের ব্যক্তিগত বাহন-ও যে বড়সড় হবে তাতে আর সন্দেহ কী! সলমনের ব্যক্তিগত বিমানটির মূল্য ২৬০ কোটির আশেপাশে! রয়েছে ১০টি আসন। আকারেও নধর। দূরে কোথাও যাওয়ার থাকলে কড়া নিরাপত্তার কারণে এই বিমানে চেপেই বর্তমানে যাতায়াত করেন 'ভাইজান'।
6
6
শাহরুখ খান: এবং শাহরুখ খান। শুধু এদেশের নয়, বরং বিশ্বের অন্যতম ধনী তারকা। তাঁর বিমানটিও যে হবে অনুরূপ, তা বলাই বাহুল্য। গালফস্ট্রিম ৫৫০ -এর বিমানের মালিক তিনি। এই বিমানে আসন রয়েছে মোট ১৬টি। আর এটি কিনতে শাহরুখের কত খরচ হয়েছিল? বেশি না, মাত্র ৫১০ কোটি টাকা! সুতরাং বলিপাড়ায় তাঁর ব্যক্তিগত বিমানটির-ই মূল্য যে সর্বাধিক একথা বলার জন্য কোনও পুরস্কার নেই।