আজকাল ওয়েবডেস্ক: ভাইফোঁটায় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা! হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ধীরে ধীরে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে। তার প্রভাবে মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পর তা দিক পরিবর্তন করে ওড়িশা উপকূলের দিকে সরে যেতে পারে। শুক্রবার পর্যন্ত এর প্রভাবে বঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। তার জেরে বুধ থেকে শনি অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্র ও শনিবার। ওই দু’দিন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়–বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। 
