যে কোনও আইসিসি ইভেন্টেই একাধিক রেকর্ড তৈরি হতে দেখা যায়। বর্তমান যুগে প্রায়শই একটি ম্যাচে একাধিক রেকর্ড ভাঙেন ব্যাটাররা। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভেঙেছে একাধিক রেকর্ড। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির এমন একটি রেকর্ড রয়েছে যা আজ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেউ ভাঙতে পারেনি।
2
7
পাকিস্তানে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৈরি হচ্ছে অসংখ্য রেকর্ড। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন একটি রেকর্ড রয়েছএ যা এখনও পর্যন্ত অটুট রয়েছে।
3
7
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ছয় মারার বিশ্বরেকর্ড রয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নামে। পরিসংখ্যান বলছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭টি ছয় মেরেছেন সৌরভ। যার ধারেকাছে কোনও ব্যাটারই এখনও পর্যন্ত পৌঁছতে পারেননি।
4
7
প্রাক্তন ভারত অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবথেকে বেশি ছয় মারার তালিকায় এক নম্বরে রয়েছেন। তাঁর পর থেকে প্রথম পাঁচে যাদের নাম রয়েছে তাঁরা সকলেই বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে শুধু একজনের কাছেই।
5
7
সৌরভ গাঙ্গুলির এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেয়ার। বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সদস্য হিসেবে দুবাই গিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত খুব বেশি ব্যাট করার সুযোগ আসেনি তাঁর কাছে।
6
7
জানা যাচ্ছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক এখনও পর্যন্ত মোট ১০টি ছয় মেরেছেন। সৌরভের রেকর্ড ভাঙতে হার্দিক পান্ডেয়ার দরকার মোট ৮টি ছয়। ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মারকুটে ইনিংস খেলেছিলেন পান্ডেয়া। টপ অর্ডার যখন ধুঁকছিল সেই সময়ে পাল্টা আক্রমণ করেছিলেন তিনি।
7
7
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে ভারত বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌছে গিয়েছে। তবে হার্দিক এখনও পর্যন্ত একটিও ছয় মারতে পারেননি। নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে ভারতের কাছে তিনটি ম্যাচ রয়েছে। সৌরভের রেকর্ড তিনি এবার ভাঙতে পারবেন কিনা তা বলবে সময়ই।