শনিবার ২২ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | MAMATA: হকার উচ্ছেদ আপাতত স্থগিত, ১ মাস সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

Sumit | ২৭ জুন ২০২৪ ১৩ : ৪৭Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : অবৈধভাবে সরকারি জায়গা দখল হয়ে যাওয়া নিয়ে গত সোমবার রাজ্যের বিভিন্ন পুরসভা ও পুরনিগমের চেয়ারম্যান এবং মেয়রদের বিভিন্ন বিষয়ে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপর থেকেই বেদখল হয়ে যাওয়া জমি দখলমুক্ত করতে তৎপর হয় পুরসভাগুলি। রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয় দখলদার উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার এই বিষয়টি নিয়েই ফের নতুন করে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক, বিভিন্ন দফতরের আমলা, কলকাতার পুলিশ কমিশনার-সহ বিভিন্ন কমিশনারেটের কমিশনার এবং কর্তারা। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
নবান্নের বৈঠকে মমতা বলেন, তাঁর লক্ষ্য হকার উচ্ছেদ নয়। 'পুরো ব্যাপারটার একটা সৌন্দর্য্য বজায় রাখতে হবে। এরপরই হকারদের এক মাস সময় বেঁধে দিলেন মমতা। তিনি বলেন, ‘হকারদের আমি এক মাস সময় দিচ্ছি। এর মধ্যে সব গোছাতে শুরু করুন। রাস্তা পরিষ্কার রাখতে হবে। আমাদের সার্ভে চালু থাকবে। আপনাদের কোথায় জায়গা দেওয়া যায়, তা সরকার দেখবে। গোডাউনের ব্যবস্থাও করবে। কিন্তু রাস্তা দখল করা যাবে না।’
হকার প্রবণ জোনে প্রকৃত দরিদ্র হকার চিহ্নিত করবে ৫ সদস্যের টিম। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, মলয় ঘটক, কলকাতার সিপিকে নিয়ে তৈরী হবে এই টিম। বিভিন্ন জোনে ঘুরে এই টিম মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘'এই ধরনের রাস্তা দখলের জন্য দায়ী রাজনৈতিক নেতা এবং পুলিশই। কাউন্সিলরদের প্রথম থেকেই এটা দেখা উচিত। কিন্তু তাঁরা দেখেও দেখছেন না। পুলিশেরা, হকার নেতারা গরীব হকারদের কাছ থেকে টাকা আদায় করছেন। করবেন না। আমি বলব, আপনারা লোভ সংবরণ করুন। জীবনধারণের জন্য যেটুকু দরকার সেটুকুতেই সন্তুষ্ট থাকুন। কিন্তু তা হচ্ছে না। এলাকার নেতারা প্রথমে ডালা নিয়ে বসিয়ে দিচ্ছে, তার পরে আর সরানো যাচ্ছে না। নিজেরাই বসাবেন, তারপরে বুলডোজ়ার চালাবেন, তা হবে না।’
মমতা আরও বলেন, ‘কারোকে বেকার করার অধিকার আমাদের নেই। দ্রুত বিকল্প ব্যবস্থা করতে হবে। আমি চাই না কারও ব্যবসা বন্ধ হোক। বেশি সময় দেওয়া যাবে না। হকারদের দোষ দিয়ে কী লাভ, দোষ তো আমাদেরই। আমরা নিউ মার্কেট এলাকায় একটা বিল্ডিং বানিয়ে দিচ্ছি না কেন? যেখানে ওরা বসবে। এটা আমাদেরই করতে হবে। হকাররা সেখানে থাকবেন।’
নবান্নের বৈঠক থেকে এদিন পুলিশকে দোষারোপ করেন মমতা। তিনি বলেন, ‘পুলিশের লোভ বেড়ে গিয়েছে আজকাল। তারা গরিব হকারদের থেকে চাঁদা নিচ্ছে। মনে রাখবেন আমার দল টাকা চায় না। আমি আগেও বলেছি। এখনও বলছি। দরকার হলে মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করব। তাই যে পুলিশকে ইন্ধন দিতে দেখা যাবে, তাকে সঙ্গে সঙ্গে সরানো হবে। কাউকে ছাড়বো না।’
যে এলাকায় বেআইনি দখল হবে, সেখানকার কাউন্সিলরদের গ্রেফতার করা হবে বলে এদিন হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যত বড়ই নেতা হোক তাঁকে ছাড়া হবে না। তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন, ভাল কাজ হলে পুরস্কৃতও করবেন তিনি।




নানান খবর

নানান খবর

বন্ধ ফ্ল্যাট থেকে আসছিল দুর্গন্ধ, পুলিশ ঢুকতেই মিলল মহিলার পচা-গলা দেহ! বিজয়গড়ে চাঞ্চল্য

পরীক্ষা শেষের আগেই দক্ষিণ কলকাতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনা তদন্তে পুলিশ

উত্তর কলকাতার সরকারি আবাসন থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনার তদন্তে পুলিশ

আন্তর্জাতিক শিক্ষার প্রসারে উদ্যোগ, এসএনইউ-র সঙ্গে মৌ স্বাক্ষর আমেরিকার ব্র্যাডলি ইউনিভার্সিটির

যত কথা শুধু মুখেই! যাদবপুরের হোস্টেলে যা চলছিল, ছাত্রের অভিযোগ শুনলে হাড়হিম হবে আপনার

প্রথমবার কলকাতা বিমানবন্দরে অবতরণ ম্যাকাও থেকে আসা বিমানের

মানিকতলায় বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, ঘটনার তদন্তে পুলিশ

বিদেশ যাচ্ছেন প্রশাসনিক প্রধান, প্রশাসনিক কার্যকলাপ তখন দেখভাল করবেন কে? লন্ডন যাওয়ার আগে জানিয়ে দিলেন মমতা

‘ঈর্ষার কোনও ওষুধ হয় না’, লন্ডন সফরের আগে বিরোধীদের কুৎসার উত্তর দিলেন মমতা

ঝুলন্ত অবস্থায় স্বামী, খাটে পড়ে স্ত্রীর দেহ, গড়িয়ায় দম্পতির রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

‘সব গয়না দিয়ে দাও আমাকে’, ছাত্রীর বাড়ি লুঠের চেষ্টা, গলাটিপে নাবালিকাকে হত্যার চেষ্টা শিক্ষকের

ওবিসি-মামলা মিটে গেলেই রাজ্যে একাধিক খাতে লক্ষ লক্ষ চাকরি, বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ই-অ্যাথলিড লঞ্চ করলো 'মহাগুরু কা মাস্টারক্লাস' - এনসিএ অনুমোদিত ক্রিকেট কোচিং টিউটোরিয়াল

লাঞ্চের পর আচমকা বহুতল থেকে ঝাঁপ! খাস কলকাতায় তথ্যপ্রযুক্তি কর্মীর সিদ্ধান্তে উঠছে প্রশ্ন

সাহায্য নেওয়া হল ২৫০টি সিসিটিভি ফুটেজের, অবশেষে মিলল খোঁজ

রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া