১) তামু ম্যাসিফ অবস্থান: প্রশান্ত মহাসাগর (জাপানের প্রায় ১,৬০০ কিমি পূর্বে) এটি বর্তমানে পৃথিবীর একক বৃহত্তম আগ্নেয়গিরি হিসেবে স্বীকৃত। তামু ম্যাসিফ একটি বিশাল সামুদ্রিক মালভূমির অংশ। এটি সমুদ্রের নিচে অবস্থিত একটি বিলুপ্ত আগ্নেয়গিরি। এর আয়তন প্রায় ৩১০,০০০ বর্গ কিলোমিটার, যা প্রায় নিউ মেক্সিকো রাজ্যের সমান। এটি একটি একক কেন্দ্র থেকে নির্গত লাভার মাধ্যমে গঠিত হয়েছিল বলে বিজ্ঞানীরা মনে করেন।
2
5
২) মৌনা লোয়া অবস্থান: হাওয়াই, মার্কিন যুক্তরাষ্ট্র তামু ম্যাসিফ আবিষ্কৃত হওয়ার আগে, মৌনা লোয়াকে বৃহত্তম আগ্নেয়গিরি হিসেবে গণ্য করা হত। এটি বর্তমানে পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি। যদিও এর চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,১৭০ মিটার উঁচু। এর ভিত সমুদ্রের তলদেশ থেকে শুরু হয়েছে। সমুদ্রের তলদেশ থেকে চূড়া পর্যন্ত এর মোট উচ্চতা প্রায় ৯,১৫০ মিটার (যা মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি)। এর আনুমানিক আয়তন প্রায় ৭৫,০০০ ঘন কিলোমিটার।
3
5
৩) মৌনা কেয়া অবস্থান: হাওয়াই, মার্কিন যুক্তরাষ্ট্র মৌনা লোয়ার প্রতিবেশী, মৌনা কেয়া হলো হাওয়াই দ্বীপপুঞ্জের সর্বোচ্চ আগ্নেয়গিরি (সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,২০৭ মিটার)। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। সমুদ্রের তলদেশ থেকে এর মোট উচ্চতা ১০,০০০ মিটারেরও বেশি, যা একে পৃথিবীর উচ্চতম পর্বত বানিয়েছে। আয়তনের দিক থেকে এটি মৌনা লোয়ার চেয়ে সামান্য ছোট হলেও এটিও পৃথিবীর অন্যতম বিশাল আগ্নেয়গিরি।
4
5
৪) কিলিমাঞ্জারো অবস্থান: তাঞ্জানিয়া, আফ্রিকা মাউন্ট কিলিমাঞ্জারো হলো আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ (৫,৮৯৫ মিটার) এবং এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। এটি তিনটি ভিন্ন আগ্নেয় শঙ্কু (কিবো, মাওয়েনজি এবং শিরা) নিয়ে গঠিত একটি বিশাল স্ট্র্যাটোভলকানো। এর বিশাল আয়তনের কারণে এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম আগ্নেয়গিরির তালিকায় স্থান পেয়েছে।
5
5
৫) ওহোস দেল সালাদো অবস্থান: আর্জেন্টিনা-চিলি সীমান্ত (আন্দিজ পর্বতমালা) এটি পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি (উচ্চতা ৬,৮৯৩ মিটার)। যদিও এর খ্যাতি মূলত উচ্চতার জন্য। এটি একটি বিশাল আগ্নেয়গিরি। আন্দিজ পর্বতমালার এই আগ্নেয়গিরিটির আয়তনও এটিকে বিশ্বের বৃহত্তমগুলির মধ্যে একটি করে তুলেছে।