বুধবার ১৫ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৭ জুন ২০২৪ ২১ : ৩১Sumit Chakraborty
জঙ্গিপুর লোকসভার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ওই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার মধ্যে পাঁচটিতে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এগিয়ে থাকলেও জঙ্গিপুর বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী বিজেপির থেকে প্রায় ৩২৬৬ ভোটে পিছিয়ে রয়েছেন। এই ফলাফল প্রকাশ্যে আসার পর তৃণমূলের অন্দরে নির্বাচনী ফলাফল কাঁটাছেড়ার পর বেরিয়ে এসেছে এক অদ্ভুত তথ্য।
তৃণমূল সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য অশেষ ঘোষ অজগরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১৫ নম্বর বুথের ভোটার। সেই বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট মাত্র ১০৪। অথচ ওই কেন্দ্রে বিজেপি পেয়েছে ৮৬৭ ভোট, কংগ্রেসের ভাগ্যে জুটেছে মাত্র ১৯ ভোট। তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সংগঠনিক জেলা এসসি-এসটি সেলের সভাপতি কর্ণ মাঝি জামুয়ার গ্রাম পঞ্চায়েতের নিজের ১১১ নম্বর বুথে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রার্থী প্রাপ্ত ভোট ৭২৪। তৃণমূল প্রার্থী পেয়েছে মাত্র ১৩৮ ভোট।
তৃণমূল ছাত্র পরিষদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি স্নেহাশীষ চ্যাটার্জি জঙ্গিপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ১৮৮ নম্বর বুথের ভোটার। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট ৪২০, তৃণমূল প্রার্থী পেয়েছেন মাত্র ৬৮ ভোট।
একইভাবে মুর্শিদাবাদ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মন্টু রহমান জরুল গ্রাম পঞ্চায়েতের নিজের বুথে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। ৯৫ নম্বর বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৮০ অথচ কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৭১৮ ভোট। ওই বুথে তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। বাকি তৃণমূল নেতাদের মত খলিলুর রহমানের মুখ্য নির্বাচনী এজেন্ট তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি বিকাশ নন্দ ১৬ নম্বর ওয়ার্ডে নিজের ১৮৬ নম্বর বুথে সাংসদ খলিলুর রহমানকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট ৬৩৫, তৃণমূল প্রার্থী পেয়েছেন মাত্র ৮১টি ভোট। বিকাশ নন্দের স্ত্রী তথা ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বীথিকা নন্দও তৃণমূল প্রার্থীকে নিজের ওয়ার্ড থেকে লিড দিতে পারেনি।
তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর টাউন (পশ্চিম) সভাপতি অমরনাথ চ্যাটার্জী ১৬ নম্বর ওয়ার্ডের নিজের ১৮৭ নম্বর বুথেও খলিলুর রহমানকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট ৪৬১ তৃণমূল মাত্র ৭৩ টি ভোট পেয়েছে।
তৃণমূলের খারাপ ফলাফল অব্যাহত রয়েছে জঙ্গিপুর টাউন (পূর্ব) অংশেও। সেখানে দলের সভাপতি ফিরোজ শেখ নিজের ১২৩ নম্বর বুথে তৃণমূলকে লিড দিতে পারেননি। ওই বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট ২৯২। কিন্তু কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪৩২ ভোট। বিজেপি ওই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছে।
জঙ্গিপুর টাউন (পশ্চিম) মহিলা তৃণমূল সভাপতি ঝুমকি সিংহও নিজের বুথে খলিলুর রহমানকে এগিয়ে দিতে পারেননি। ১৬৭ নম্বর বুথে যেখানে তিনি ভোটার ওই কেন্দ্রে বিজেপি পেয়েছে ৫৯৭ ভোট। তৃণমূলের ভাগ্যে জুটেছে মাত্র ৫২ ভোট।
জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীও ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে এগিয়ে দিতে পারেননি। সেখানকার ১৬৪ এবং ১৬৫ দু'টি বুথেই তৃণমূল প্রার্থী পিছিয়ে রয়েছেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের অন্যতম সদস্য প্রশান্ত সরকার জরুল গ্রাম পঞ্চায়েতের ৮৫ নম্বর বুথে যেখানে তিনি ভোটার সেখানে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট ৪৫৮ এবং তৃণমূলের প্রাপ্ত ভোট ১৮৫।
একইভাবে সুতি বিধানসভা এলাকায় খলিলুর রহমানের প্রতিনিধি তথা দলের অন্যতম সহ-সভাপতি সুভাষ লালাও আহিরণ গ্রাম পঞ্চায়েতের ৩৫ নম্বর বুথে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট ৩১১, তৃণমূলের প্রাপ্ত ভোট মাত্র ৯০।তৃণমূলের রাজ্য সম্পাদক তথা নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন,"দলের নেতা হলে তিনি বুথে লিড দিতে পারবেন এমন কোনও কথা নেই। হিন্দু ভোটার অধ্যুষিত এলাকায় বিজেপির পক্ষে লোকে ভোট দেওয়াতে এই ফলাফল হয়েছে। "

নানান খবর

কথায় কথায় মারধর, তাই অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্ক শেষ? সলমন-শাহরুখের পর এবার দাদাকে নিয়েও বিস্ফোরক ‘দবং’ পরিচালক!

অবশেষে সমাধান হল দলিত আইপিএস অফিসার ওয়াই.পুরণ কুমারের ময়নাতদন্ত সংক্রান্ত অচলাবস্থা

আসলেন, টিকিট কাটলেন, মেট্রোয় চড়ে ভিক্ষে করতে শুরু করে দিলেন! বেঙ্গালুরুর স্মার্ট ভিক্ষুকের ভিডিও ভাইরাল

বিহার ভোটে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, রয়েছে বিরাট চমক

পুষ্টিগুণে ঠাসা চিয়া সিড, তবু এখানেই লুকিয়ে বিপদ! জানেন কোন অসুস্থতায় এই বীজ এড়িয়ে চলা উচিত?

উত্তপ্ত কিশোর ভারতী, বিক্ষোভ-লাঠিচার্জ, দিমিদের আক্রমণ সমর্থকদের

‘সরকারের সমস্যা হল...’, মৃত্যুদণ্ডের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্রের সমালোচনায় সুপ্রিম কোর্ট

মহিলাদের বিশ্বকাপে বড় ধাক্কা খেলেন হরমনপ্রীতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচের আগেই নামল শাস্তির খাঁড়া

মূত্রাশয়ে ক্যান্সার সারাতে গিয়ে অণ্ডকোষ খোয়ালেন ব্যক্তি! কেটে ফেলা হল পুরুষাঙ্গও!

'কেবিসি'তে অমিতাভের সঙ্গে খুদের 'অসভ্যতা'র পরই চর্চায় 'সিক্স পকেট সিনড্রোম', জানেন কী এই সমস্যা?

ফের পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংগ্রাম, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

সিনেমার চিত্রনাট্যও হার মানে! প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগে ৪৮ বছর পর অবশেষে জালে সত্তরোর্ধ্ব প্রেমিক!

একটি টেস্ট জিতেই ভারতকে টপকে গেল পাকিস্তান! কী করে হল সম্ভব জেনে নিন

মুখের ‘মারণ ত্রিভুজ’-এর ব্রণ হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ! ভুলেও ফাটাতে যাবেন না, সর্বনাশ হয়ে যাবে

বিশ্বকাপে পৌঁছে তাক লাগিয়ে দিয়েছে কেপ ভার্দে, কবে থেকে ফুটবল খেলছে তারা

‘ততটা উপভোগ্য নয়’, ব্যবহারকারীদের আনন্দ দিতে চ্যাটজিপিটিতে দুষ্টু ভিডিও দেখার সুযোগ করে দিলেন স্যাম অল্টম্যান

তালিবান মন্ত্রীর কাছে ‘নারী সেজে’ যাওয়ার পরামর্শ জাভেদ আখতারকে! নিন্দুককে বর্ষীয়ান শিল্পীর পাল্টা ‘রাজকীয়’ জবাব ভাইরাল নেটপাড়ায়

গোল করেও সেলিব্রেশন নেই দিমির, মোহনবাগানের জয়ে শিল্ড ফাইনালে ডার্বি

২০ বছরে জিতেছে মাত্র ২টিতে, অদ্ভুত নিয়মে বিশ্বকাপ খেলতে পারে ৩৪ হাজার জনসংখ্যার দেশও

চাকরি হারানোর পর কত টাকা আপনি ইপিএফও থেকে তুলতে পারবেন, দেখে নিন একঝলকে

‘অনেক ফোন-মেসেজ করেছি…’! অরিজিতের সঙ্গে বিবাদ নিয়ে ভুল স্বীকার সলমনের, গায়ক কি চুপ?