
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ৪২ আসনের লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হয়েছে মঙ্গলবার। রাজ্যে ২৯ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, জয়ী ২৯ জন সাংসদকে নিয়ে শনিবার কালীঘাটে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। ২৯ জনের মধ্যে যেমন রয়েছেন পোড় খাওয়া বর্ষীয়ান রাজনীতিবিদরা, তেমন রয়েছেন একেবারে নতুন মুখ, যাঁরা এবার প্রথম লোকসভা ভোট লড়লেন। সূত্রের খবর, কী কী করণিয় প্রাথমিক ভাব শনিবারের বৈঠকে তা নিয়েই আলোচনা করবেন দলের সুপ্রিমো। ওই বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে, তিনি নিজেও সাংসদ। জানা গিয়েছে, লোকসভার ফলাফল, মার্জিন, বিধানসভা ধরে প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। তবে মঙ্গলবারের ফলাফলের পর, বুধবারই ইন্ডিয়া জোটের বৈঠকের জন্য দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। দলীয় সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠকের পরে, তা নিয়ে দলের সুপ্রিমোর সঙ্গে কথা বলবেন অভিষেক। তারপরেই চূড়ান্ত হবে আগামী বৈঠক।