আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে নির্বাচন চলাকালীন ফের মুর্শিদাবাদ জেলাতে এক শীর্ষ পুলিশ আধিকারিককে বদলি করল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে বৃহস্পতিবার সরিয়ে দেওয়া হল বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষকে। আগামী ১৩ মে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে কমিশনের তরফে হলফনামা জারি করে বলা হয়েছে, উদয়শঙ্কর ঘোষকে নির্বাচনের সঙ্গে জড়িত কোনও কাজে রাখা যাবে না। দ্রুত ওই পদে অন্য কোনও অফিসারের নাম রাজ্যের কাছে চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, শক্তিপুরে রামনবমীর ঘটনা ঠিকমত সামলাতে না পারার জন্য এর আগে নির্বাচন কমিশন বেলডাঙা এবং শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সরিয়ে দিয়েছিল। তার আগে সরানো হয়েছিল মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে। পক্ষপাতমূলক কাজের অভিযোগে ভগবানগোলা উপনির্বাচনের দিন কয়েক আগে সরানো হয়েছিল রাণীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকে। জানা গিয়েছে, বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী একাধিকবার উদয় শঙ্কর ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন। তারপরেই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, শক্তিপুরে রামনবমীর ঘটনা ঠিকমত সামলাতে না পারার জন্য এর আগে নির্বাচন কমিশন বেলডাঙা এবং শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সরিয়ে দিয়েছিল। তার আগে সরানো হয়েছিল মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে। পক্ষপাতমূলক কাজের অভিযোগে ভগবানগোলা উপনির্বাচনের দিন কয়েক আগে সরানো হয়েছিল রাণীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকে। জানা গিয়েছে, বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী একাধিকবার উদয় শঙ্কর ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন। তারপরেই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।
