আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় আসার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবারের সদস্যরা। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেতার ভগ্নিপতি রাকেশ তিওয়ারি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর বোন সবিতা।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতায় আসছিলেন তাঁরা। গাড়ি চালাচ্ছিলেন রাকেশ। ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় দিল্লি-কলকাতা জাতীয় সড়কের উপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। গাড়ির সামনে অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে দ্রুত তাঁদের উদ্ধার করে ধানবাদের এক হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে রাকেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সবিতার পা ভেঙে গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দুর্ঘটনার খবর পাওয়ার পর তড়িঘড়ি ধানবাদের উদ্দেশে রওনা দিয়েছেন পঙ্কজ।