যারা মনে করছেন এবার স্টারলিঙ্কের ইন্টারনেট ব্যবহার করবেন তাদের কাছে সুখের খবর। স্টারলিঙ্কের সঙ্গে গাঁটছড়া করেছে ইউআইডিএআই।
2
9
এর মানে হল যদি আপনাকে স্টারলিঙ্কের কানেকশন নিতে হয় তাহলে আপনাকে আধারকেই ব্যবহার করতে হবে। সেখানে বেশি অসুবিধা হবে না।
3
9
যারা স্টারলিঙ্কের কানেকশন নিতে চান তারা আধার কার্ডকে ই-কেওয়াইসি হিসেবে ব্যবহার করতে পারবেন। কেন্দ্রীয় সরকার এবিষয়ে একটি বিবৃতি জারি করেছে।
4
9
সেখান থেকে বলা হয়েছে আধারের সঙ্গে যুক্ত করা হয়েছে স্টারলিঙ্ককে। ফলে সেখান থেকে যারা মনে করবেন এই নেট পরিষেবা নেবেন তারা অতি সহজেই একে ব্যবহার করতে পারবেন।
5
9
যেহেতু প্রতিটি ভারতীয়র কাছে আধার কার্ড রয়েছে। তাই এটিকে যদি কাজে লাগানো হয় তাহলে সেখান থেকে অতি দ্রুত এই কাজটি করা যাবে।
6
9
স্টারলিঙ্ক ভারতের মাটিতে তাদের দ্রুত গতির নেট পরিষেবা দ্রুত চালু করতে চলেছে। প্রাথমিকভাবে তারা গ্রামীণ ভারতে এই কাজটি শুরু করলেও পরে ধীরে ধীরে তা অন্যত্র ছড়িয়ে পড়বে বলেই মনে করছেন সকলে।
7
9
এবিষয়ে মন্ত্রক জানিয়ে দিয়েছে যদি দ্রুত এই নেট পরিষেবাকে নিতে হয় তাহলে আপনাকে আধারকেই ব্যবহার করতে হবে। আধারই এখানে প্রধান কাজ করবে।
8
9
স্টারলিঙ্কের এই পরিষেবা দ্রুত ভারতে চালু হবে। তাই একে ঘিরে এখন সকলেই উৎসাহিত। কবে থেকে এই পরিষেবা চালু হবে তা নিয়ে সঠিক তথ্য হাতে না এলেও বেশিদিন আর সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে।
9
9
স্টারলিঙ্ক যাতে দ্রুত ভারতের বিভিন্ন প্রান্তে নিজের ব্যবসা করতে পারে সেজন্যেই এই ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে দেখতে হলে আধার কার্ডের গুরুত্ব আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।