শনিবার সন্ধে ৭ টা নাগাদ প্রথমে নকুলেশ্বর মন্দিরে যান মমতা। সঙ্গে ছিলেন অভিষেক কন্যা এবং পরিবারের একাধিক সদস্য। সেখানে আরতি করে, পুজো দিয়ে সোজা চলে যান কালীঘাটের মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে পুজো দেন তিনি।
রাত পোহালেই নববর্ষ। কালীঘাটে পুজো শেষে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সকলের সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, আগামিকাল প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। রবিবার কলকাতাতেই থাকবেন তিনি। সোমবার ফের উত্তরবঙ্গে প্রচারে বেরিয়ে পড়বেন তৃণমূল সুপ্রিমো।
