আজকাল ওয়েবডেস্ক : ইজরায়েল-হামাসের যুদ্ধের কথা ফের একবার শোনা গেল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের গলায়। তিনি বলেন, সন্ত্রাস কখনই গ্রহণযোগ্য নয়। তবে যুদ্ধের পরিস্থিতি থেকে যতটা দূরে থাকা যায় ততই ভাল। রোমে একটি অনুষ্ঠান থেকে জয়শঙ্কর বলেন, ৭ অক্টোবর যা হয়েছিল তা বৃহত্তর সন্ত্রাসের একটি উদাহরণ। কিন্তু তারপর কি ঘটল তা আমরা সকলেই জানি। বিশ্বের বাজারে সন্ত্রাসবাদীরা ভয়ের রাজত্ব কায়েম করতে চাইছে। কিন্তু তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকলকেই। ইজরায়েল-প্যালেস্তাইন সম্পর্ক নিয়ে ভারত নিজের অবস্থান মেনে চলবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে ভারত সর্বদাই সবার পাশে রয়েছে। কিন্তু প্যালেস্তাইনের বাসিন্দাদের দুরবস্থার কথাও অস্বীকার করা যায় না। মানবতার পক্ষে এদিন জোর সওয়াল করেন জয়শঙ্কর। তিনি বলেন, ভারত প্রতিটি উন্নয়নশীল দেশের সঙ্গে তাল রেখে কাজ করছে। কিন্তু প্রতিটি দেশেরই নিজস্ব একটি চিন্তাধারা রয়েছে। ফলে সেখানে ভারত কখনই হস্তক্ষেপ করতে পারে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের শক্তিধর দেশগুলির সঙ্গে সমন্বয় রেখে চলেন। হামাসের সন্ত্রাসের যে জবাব ইজরায়েল দিয়েছে তাকে ভারত সমর্থন করেছে। যেভাবে হামাস তাদের হত্যালীলা চালিয়েছে তা বিশ্বের কাছে এক অশনি সঙ্কেত।
