আজকাল ওয়েবডেস্ক: ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। এই দফায় ভোট হবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এবার জানা গেল, পয়লা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল রবিবার থেকে বিজেপির হয়ে প্রচার শুরু করছেন মিঠুন চক্রবর্তী। রবিবার আলিপুরদুয়ার, সোমবার জলপাইগুড়ি এবং মঙ্গলবার কোচবিহারে প্রচারে যাবেন মিঠুন। প্রতিদিনই একটি করে রোড–শো এবং একটি করে সভা করবেন মিঠুন। যা জানা গেছে তাতে রবিবার মিঠুন আলিপুরদুয়ারের জয়গাঁওতে রোড–শো করবেন। সভা করবেন জটেশ্বরে। সোমবার জলপাইগুড়ির ডাবগ্রাম–ফুলবাড়িতে রোড–শো এবং জলপাইগুড়ি শহরে সভা। মঙ্গলবার মিঠুন কোচবিহারের পুণ্ডিবাড়িতে রোড–শো করবেন। সভা করবেন ঘোকসাডাঙায়। দ্বিতীয় দফার ভোটে ২০ তারিখ বালুরঘাটে যাবেন মিঠুন।
প্রসঙ্গত, ২০২১ সালে বিজেপিতে যোগ দেন মিঠুন। বিধানসভা ভোটের সময়ও বিজেপির হয়ে প্রচার করেছিলেন তিনি। এবার ফের নামছেন প্রচারে। তবে শুধু বাংলা নয়, ত্রিপুরাতেও প্রচার করবেন মিঠুন।
প্রসঙ্গত, ২০২১ সালে বিজেপিতে যোগ দেন মিঠুন। বিধানসভা ভোটের সময়ও বিজেপির হয়ে প্রচার করেছিলেন তিনি। এবার ফের নামছেন প্রচারে। তবে শুধু বাংলা নয়, ত্রিপুরাতেও প্রচার করবেন মিঠুন।
