৫৮ বছরে পা দিলেন বলিউডের বাদশা। শাহরুখ খানের জন্মদিন পালন হল কলকাতায়। প্রিয়া প্রেক্ষাগৃহের সামনে পালন করা হলো কিং খানের জন্মদিন। কেক কেটে বেলুন লাগিয়ে জন্মদিন উদযাপন করলেন শাহরুখ ভক্তরা। ডিসেম্বর মাসে শাহরুখ খানের নতুন ছবি ডাংকি রিলিজ হতে চলেছে। ডাংকি ও ব্লকবাস্টার হবে বলেই মনে করছেন শাহরুখ খানের ভক্তরা।
