আজকাল ওয়েবডেস্ক: হুমকির জের। মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের ৪০ থেকে ৪৫ জনের একটি দল এবার থেকে রাজীব কুমারের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ১৯ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে সাত দফার লোকসভা নির্বাচন। তার আগে হুমকি আসে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের। জানা গিয়েছে রাজীব কুমারের সঙ্গে অস্ত্রধারী কমান্ডোরা থাকবেন। নির্বাচন চলাকালীন তিনি দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করবেন। তখন তাঁর নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায় না কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, ১৯৮৪ সালের আইএএস ব্যাচের অফিসার রাজীব কুমার যিনি এখন সেখান থেকে অবসর গ্রহণ করেছেন। এরপর ২০২২ সালের ১৫ মে তিনি ২৫ তম মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে নিজের দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি ইলেকশান কমিশনার হিসাবে কাজ করেছেন।