আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস ছিলই। সেই মতো রবিবাসরীয় ভোর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টি। আজ দিনভর ঝড় এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। কয়েকটি জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় কমলা সতর্কতা এবং কলকাতা সহ বাকি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস নেই। কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আজ কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। হওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। সোমবারেও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। তবে ঝড়ের গতিবেগ কমবে।
অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।