একেই বলে কপাল! ১৪ বছর অভিনয় থেকে দূরে। যেন নির্বাসন।
১৪ বছর পরে রাজকীয় প্রত্যাবর্তন! ফারদিন খান আবারও অভিনয়ে ফিরলেন। এবং ফিরলেন সঞ্জয় লীলা ভনশালির কয়েক কোটি টাকার সিরিজ ‘হীরামাণ্ডি’তে। এই সিরিজ দর্শকদের পৌঁছে দেবে সেই পাকিস্তানের বিখ্যাত গণিকাপল্লিতে। যেখানে প্রেম-ধোঁকা-প্রতিশোধ আর রক্তপাত ছিল নিত্যদিনের কাহিনি। শনিবার বিকেলে অভিনেতার লুক প্রকাশ্যে। রীতিমতো রাজকীয় বেশে ধরা দিয়েছেন তিনি। খবর, ‘ওয়ালি মহম্মদ’-এর ভূমিকায় দেখা যাবে তাঁকে।
সঞ্জয়ের সিরিজটিতে ১৯৪০-এর সময় ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উত্তাল পটভূমিতে গণিকা এবং তাদের পৃষ্ঠপোষকদের গল্প জায়গা করে নিয়েছে। মুক্তি পাচ্ছে ১ মে। ‘হীরামাণ্ডি’তে মুখ্য ভূমিকায় দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শারমিন সেগাল, অদিতি রাও হায়দারি, এবং সানজিদা শেখকে৷ এছাড়াও থাকবেন শেখর সুমন, অধ্যয়ন সুমন, তাহা শাহ প্রমুখ।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
১৪ বছর পরে রাজকীয় প্রত্যাবর্তন! ফারদিন খান আবারও অভিনয়ে ফিরলেন। এবং ফিরলেন সঞ্জয় লীলা ভনশালির কয়েক কোটি টাকার সিরিজ ‘হীরামাণ্ডি’তে। এই সিরিজ দর্শকদের পৌঁছে দেবে সেই পাকিস্তানের বিখ্যাত গণিকাপল্লিতে। যেখানে প্রেম-ধোঁকা-প্রতিশোধ আর রক্তপাত ছিল নিত্যদিনের কাহিনি। শনিবার বিকেলে অভিনেতার লুক প্রকাশ্যে। রীতিমতো রাজকীয় বেশে ধরা দিয়েছেন তিনি। খবর, ‘ওয়ালি মহম্মদ’-এর ভূমিকায় দেখা যাবে তাঁকে।
সঞ্জয়ের সিরিজটিতে ১৯৪০-এর সময় ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উত্তাল পটভূমিতে গণিকা এবং তাদের পৃষ্ঠপোষকদের গল্প জায়গা করে নিয়েছে। মুক্তি পাচ্ছে ১ মে। ‘হীরামাণ্ডি’তে মুখ্য ভূমিকায় দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শারমিন সেগাল, অদিতি রাও হায়দারি, এবং সানজিদা শেখকে৷ এছাড়াও থাকবেন শেখর সুমন, অধ্যয়ন সুমন, তাহা শাহ প্রমুখ।
View this post on Instagram
