আজকাল ওয়েবডেস্ক: স্ট্রেস আর অবসাদের জের। নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী আইআইটি দিল্লির ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। মৃতের নাম, পবন জৈন। আইআইটি দিল্লির চতুর্থ বর্ষের ছাত্র ছিল সে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায়। মঙ্গলবার সন্ধেয় হাঁটতে বেরিয়েছিলেন পবনের বাবা ও মা। রাত ৯টা নাগাদ বাড়ি ফিরে পবনের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। তড়িঘড়ি করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পবনের বাবা পুলিশকে জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই প্রচন্ড স্ট্রেস ছিল তাঁর। অবসাদেও ভুগছিলেন। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছিলেন। এর মাঝেই ঘটনাটি ঘটে যায়। পুলিশ জানিয়েছে, মৃত পড়ুয়ার ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।