অষ্টম বেতন কমিশন নিয়ে ইতিমধ্যে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। লাখ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা দিন গুনছেন। কিন্তু প্রশ্ন হল নতুন বছর পড়ে গেলেও কবে থেকে বাড়বে এই অর্থ তার কোনও উত্তর নেই।
2
9
সিপিসি সদস্যরা ইতিমধ্যে নিজেদের কাজ শুরু করেছেন। সেখানে তারা দ্রুত এই রিপোর্ট জমা দেবেন মন্ত্রীসভায়। সেখান থেকে সেটি ফের অনুমোদন পাবে মন্ত্রীসভার।
3
9
ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশনের সময় পার হয়েছে। সেখান থেকে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছে অষ্টম বেতন কমিশনের সময়। তবে কবে এবিষয়ে নোটিফিকেশন জারি হবে সেবিষয়ে কোনও উত্তর মেলেনি।
4
9
যেহেতু অষ্টম বেতন কমিশনের বিষয়টি এখনই চালু হয়নি তাই এখনই বেতন বা পেনশন বৃদ্ধির কোনও খবর নেই। তবে নিয়ম অনুসারে নতুন বেতন কমিশনের সময় কিন্তু শুরু হয়েছে।
5
9
বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত অষ্টম বেতন কমিশন চালু হয়ে যাবে। সেখানে খালি মন্ত্রীসভার শেষ অনুমোদনের অপক্ষা রয়েছে। এবারে সিপিসি-র ওপর নির্ভর করে অনেকটা বেতন বা পেনশন বাড়বে বলেই মনে করা হচ্ছে।
6
9
এই সিপিসি হল সেই হার যেখান দিয়ে অর্থ বৃদ্ধির বিষয়টি থাকে। সেখান থেকে যদি এটি সঠিকভাবে বাড়ে তাহলে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা তার সুবিধা পাবেন।
7
9
সপ্তম বেতন কমিশনে সিপিসি যা ছিল তার থেকে অনেকটা বেশি বাড়বে বলেই মনে করছেন সকলে। তাহলে দেশের আর্থিক পরিস্থিতির ওপর নির্ভর করে বেতনের দিকটি স্থির করা হবে।
8
9
নতুন বছরে যত দিন যাচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। সেখান থেকে কত দ্রুত অষ্টম বেতন কমিশন চালু হবে সেদিকে তাকিয়ে রেযেছেন সকলেই।
9
9
এমনিতেই সপ্তম বেতন কমিশন লাগু হয়েছিল বহুদিন আগে। সেখান থেকে এবার অষ্টম বেতন কমিশন যাতে দ্রুত চালু হয় সেদিকে নজর রাখছেন সকলেই। তবে কেন্দ্রীয় মন্ত্রীসভা সবুজ সঙ্কেত না দেওয়া পর্যন্ত খানিক অপেক্ষা করতেই হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের।