বড়পর্দায় যতদিন ছিলেন ততদিন তিনি অ্যাকশনে। তাঁর ‘খামোশ’ সংলাপ এই প্রজন্মও জানে। অভিনয় থেকে অনেকদি দূরে। রাজনীতিবিদ হিসেবে তাঁর দ্বিতীয় ইনিংস যথেষ্ট চর্চিত। তার মধ্যেই নতুন খবর, এবার ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে শত্রুঘ্ন সিনহাকে। তিনি নিজেই সে খবর ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। সিরিজ ‘গ্যাং অফ গাজিয়াবাদ’-এ দেখা যাবে তাঁকে। চমক আরও। এই সিরিজে সানি লিওনের সঙ্গে পর্দাভাগ করতে দেখা যাবে তাঁকে।
সিরিজের পোস্টারের প্রথম পোস্টার প্রকাশ্যে। সেখানেই দেখা গিয়েছে প্রবীণ অভিনেতা-রাজনীতির সঙ্গে দেখা যাবে আশুতোষ রানা, মাহিরা শর্মা, যতীন সারনা, অভিমন্যু সিং এবং মুকেশ তিওয়ারি। পোস্টার ভাগ করে শত্রুঘ্ন লিখেছেন, এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করতে চলেছেন। তিনি খুব খুশি। পাশাপাশই প্রশংসা করেছেন পরিচালক নগেন্দ্র চৌধুরীর। তাঁর দাবি, পরিচালকের মুন্সিয়ানায় প্রভাবিত হয়ে প্রত্যেক অভিনেতা তাঁদের সেরাটা দিয়েছেন। যার জোরে সিরিজ হিট হবে।
খবর, সিরিজটি নয়ের দশকের মুম্বইয়ের অন্ধকার জগতের উপরে তৈরি। প্রবীণ অভিনেতা লিখেছেন, ‘‘গ্যাংস অফ গাজিয়াবাদ’ ওটিটিতে আমায় প্রথম নিয়ে আসছে। সবার আঈড়ালে ঘটতে থাকা অপরাধ, বন্ধুত্ব এবং অপরাধমুক্তির একটি বড় গল্প দেখানো হবে। প্রযোজনায় বিনয় কুমার এবং প্রদীপ নগর। পরিচালনার পাশাপাশি সিরিজের গল্পটিও লিখেছেন নগেন্দ্র।"
সিরিজের পোস্টারের প্রথম পোস্টার প্রকাশ্যে। সেখানেই দেখা গিয়েছে প্রবীণ অভিনেতা-রাজনীতির সঙ্গে দেখা যাবে আশুতোষ রানা, মাহিরা শর্মা, যতীন সারনা, অভিমন্যু সিং এবং মুকেশ তিওয়ারি। পোস্টার ভাগ করে শত্রুঘ্ন লিখেছেন, এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করতে চলেছেন। তিনি খুব খুশি। পাশাপাশই প্রশংসা করেছেন পরিচালক নগেন্দ্র চৌধুরীর। তাঁর দাবি, পরিচালকের মুন্সিয়ানায় প্রভাবিত হয়ে প্রত্যেক অভিনেতা তাঁদের সেরাটা দিয়েছেন। যার জোরে সিরিজ হিট হবে।
খবর, সিরিজটি নয়ের দশকের মুম্বইয়ের অন্ধকার জগতের উপরে তৈরি। প্রবীণ অভিনেতা লিখেছেন, ‘‘গ্যাংস অফ গাজিয়াবাদ’ ওটিটিতে আমায় প্রথম নিয়ে আসছে। সবার আঈড়ালে ঘটতে থাকা অপরাধ, বন্ধুত্ব এবং অপরাধমুক্তির একটি বড় গল্প দেখানো হবে। প্রযোজনায় বিনয় কুমার এবং প্রদীপ নগর। পরিচালনার পাশাপাশি সিরিজের গল্পটিও লিখেছেন নগেন্দ্র।"
